Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৫৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গত বছর ‘ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তকমা পান বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারীর এই তকমা দেয় আইডব্লিউএম বাজ। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, ‘কবে বিয়ে করছেন ঊর্বশী?’ অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না।

উর্বশীর বিয়ে করা নিষেধ কেন? এ প্রশ্নের জবাবে বলিউড ইনস্ট্যান্টকে এ অভিনেত্রী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার বিয়ে করা আপাতত নিষেধ।

এ প্রসঙ্গে ঊর্বশী বলেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে আমার এমন একটি দশা চলছে, যা মোটেই বিয়ের জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না’।

জ্যোতিষশাস্ত্র মতে, এ দশা চললে জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মুখে পড়তে হয়। এমনকি বিয়ের পথেও নানান বাধা তৈরি করতে পারে এই দশা। এজন্যই বিয়ে থেকে দূরে থাকছেন এ নায়িকা।

ঊর্বশীর সঙ্গে ক্রিকেট তারকা ঋষভ পান্থের নামও জড়িয়েছিল। যদিও এ গুঞ্জন প্রসঙ্গে তিনি কোনো কথা বলেননি। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দুজনে। ঋষভ ও ঊর্বশীকে নিয়ে অনেক মিমও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে ঊর্বশী বলেছিলেন, ‘ঋষভ পান্থের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এ ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা-কল্পনা না করে সত্যতার ওপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে’!

ঊর্বশী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এক হোটেলের লবিতে ঋষভ তার জন্য টানা ১০ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ঋষভ সাক্ষাৎকারে নাম না করে বলেছিলেন, ‘খ্যাতি পাওয়ার জন্য মানুষ কীভাবে মিথ্যা বলতে পারে, তা দেখে সত্যিই হাসি পায়’।

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩ দিনের ধর্মঘট শেষে আবারও ফ্লাইট চালু এয়ার কানাডার

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী

প্রকাশের সময় : ০২:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

গত বছর ‘ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তকমা পান বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারীর এই তকমা দেয় আইডব্লিউএম বাজ। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, ‘কবে বিয়ে করছেন ঊর্বশী?’ অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না।

উর্বশীর বিয়ে করা নিষেধ কেন? এ প্রশ্নের জবাবে বলিউড ইনস্ট্যান্টকে এ অভিনেত্রী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার বিয়ে করা আপাতত নিষেধ।

এ প্রসঙ্গে ঊর্বশী বলেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে আমার এমন একটি দশা চলছে, যা মোটেই বিয়ের জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না’।

জ্যোতিষশাস্ত্র মতে, এ দশা চললে জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মুখে পড়তে হয়। এমনকি বিয়ের পথেও নানান বাধা তৈরি করতে পারে এই দশা। এজন্যই বিয়ে থেকে দূরে থাকছেন এ নায়িকা।

ঊর্বশীর সঙ্গে ক্রিকেট তারকা ঋষভ পান্থের নামও জড়িয়েছিল। যদিও এ গুঞ্জন প্রসঙ্গে তিনি কোনো কথা বলেননি। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দুজনে। ঋষভ ও ঊর্বশীকে নিয়ে অনেক মিমও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে ঊর্বশী বলেছিলেন, ‘ঋষভ পান্থের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এ ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা-কল্পনা না করে সত্যতার ওপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে’!

ঊর্বশী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এক হোটেলের লবিতে ঋষভ তার জন্য টানা ১০ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ঋষভ সাক্ষাৎকারে নাম না করে বলেছিলেন, ‘খ্যাতি পাওয়ার জন্য মানুষ কীভাবে মিথ্যা বলতে পারে, তা দেখে সত্যিই হাসি পায়’।

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।