Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শৈশবের প্রেমের তথ্য ফাঁস করলেন কারিনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • ২১৭ জন দেখেছেন

কারিনা

শৈশবের প্রেমের তথ্য ফাঁস করলেন কারিনা কাপুর। শৈশবে নাকি মারাত্মক দুষ্টু ছিলেন তিনি। এতই দুষ্টুমি করতেন যে তাকে নাকি তার মা অর্থাৎ অভিনেত্রী ববিতা দেহরাদুনের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন।

সেই সময়ে নাকি একটি ছেলেকে খুব পছন্দ হয়েছিল কারিনার। সেখান থেকে বেজায় চটেছিলেন ববিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী। কারিনা যখন কিশোরী অবস্থায়, তখন ওই ছেলেটিকে পছন্দ হয়।

ববিতার কাছে কিছুটা বায়না করেই বলেছিলেন ছেলেটির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। কিন্তু মায়ের তরফ থেকে অনুমতি মেলেনি। এর মধ্যেই একদিন ববিতা বাড়ি থেকে বেরোন। সেদিন ববিতার ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকেন কারিনা। ওই ঘরেই ছিল টেলিফোন।

আরও পড়ুন : এবার সালমান শাহ’র ভাস্কর্য ভাঙার হুমকি

শৈশবের প্রেমের তথ্য ফাঁস করলেন কারিনা
কারিনা কাপুর

ছেলেটিকে ফোন করেন এবং তার পরে দেখা করতে যান। এসব দেখেই রেগে আগুন হন ববিতা। আর তার পরেই বোর্ডিং স্কুলে তাকে পাঠিয়ে দেন। তখন কারিনার বয়স ১৪-১৫র আশপাশে। কারিনার কথায়, আমার বয়স তখন ১৪-১৫।

আমার ছেলেটিকে সত্যিই খুব পছন্দ ছিল। কিন্তু মা বিষয়টা নিয়ে দুঃখিত ছিলেন। সিঙ্গেল মাদার হিসেবেই আরও বলে দিয়েছিলেন যে এসব করলে চলবে না। সেই জন্যই নাকি বাড়ির টেলিফোনটিও ঘরে তালাবন্ধ করে রেখে বেরোতেন।

এদিকে দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। লকডাউনের মধ্যেই এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সাইফরিনা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শৈশবের প্রেমের তথ্য ফাঁস করলেন কারিনা

প্রকাশের সময় : ০৪:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

শৈশবের প্রেমের তথ্য ফাঁস করলেন কারিনা কাপুর। শৈশবে নাকি মারাত্মক দুষ্টু ছিলেন তিনি। এতই দুষ্টুমি করতেন যে তাকে নাকি তার মা অর্থাৎ অভিনেত্রী ববিতা দেহরাদুনের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন।

সেই সময়ে নাকি একটি ছেলেকে খুব পছন্দ হয়েছিল কারিনার। সেখান থেকে বেজায় চটেছিলেন ববিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী। কারিনা যখন কিশোরী অবস্থায়, তখন ওই ছেলেটিকে পছন্দ হয়।

ববিতার কাছে কিছুটা বায়না করেই বলেছিলেন ছেলেটির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। কিন্তু মায়ের তরফ থেকে অনুমতি মেলেনি। এর মধ্যেই একদিন ববিতা বাড়ি থেকে বেরোন। সেদিন ববিতার ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকেন কারিনা। ওই ঘরেই ছিল টেলিফোন।

আরও পড়ুন : এবার সালমান শাহ’র ভাস্কর্য ভাঙার হুমকি

শৈশবের প্রেমের তথ্য ফাঁস করলেন কারিনা
কারিনা কাপুর

ছেলেটিকে ফোন করেন এবং তার পরে দেখা করতে যান। এসব দেখেই রেগে আগুন হন ববিতা। আর তার পরেই বোর্ডিং স্কুলে তাকে পাঠিয়ে দেন। তখন কারিনার বয়স ১৪-১৫র আশপাশে। কারিনার কথায়, আমার বয়স তখন ১৪-১৫।

আমার ছেলেটিকে সত্যিই খুব পছন্দ ছিল। কিন্তু মা বিষয়টা নিয়ে দুঃখিত ছিলেন। সিঙ্গেল মাদার হিসেবেই আরও বলে দিয়েছিলেন যে এসব করলে চলবে না। সেই জন্যই নাকি বাড়ির টেলিফোনটিও ঘরে তালাবন্ধ করে রেখে বেরোতেন।

এদিকে দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। লকডাউনের মধ্যেই এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সাইফরিনা।