Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ২ সাবেক এমপি জামিনে মুক্ত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদাতল।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে ৫ হাজার টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জামিন দেন তাদের। সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।

জামিন পাওয়ারা হলেন- ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। তারা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুইটি মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি একটি হত্যাসহ তিন মামলায় কারাগারে ছিলেন। আজ তারা জামিন পেয়েছেন।

অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন বলেন, রোববার অসুস্থ্যতার কারণ দেখিয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ধার্য তারিখ ১ ডিসেম্বর পর্যন্ত সাবেক দুই সংসদ সদস্যের জামিন মুঞ্জুর করেন। সন্ধ্যায় তারা কারাগার থেকে বের হন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে নায়েব আলী জোয়ারদারকে শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। তাঁকে ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর–অগ্নিসংযোগের মামলা এবং জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে সদর থানা-পুলিশের রিমান্ড শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অপরদিকে ৭ নভেম্বর রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করে র‌্যাব। ঝিনাইদহ থানা–পুলিশ তাঁকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

তাঁকে ২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা ও ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

ঝিনাইদহে ২ সাবেক এমপি জামিনে মুক্ত

প্রকাশের সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদাতল।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে ৫ হাজার টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জামিন দেন তাদের। সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।

জামিন পাওয়ারা হলেন- ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। তারা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুইটি মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি একটি হত্যাসহ তিন মামলায় কারাগারে ছিলেন। আজ তারা জামিন পেয়েছেন।

অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন বলেন, রোববার অসুস্থ্যতার কারণ দেখিয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ধার্য তারিখ ১ ডিসেম্বর পর্যন্ত সাবেক দুই সংসদ সদস্যের জামিন মুঞ্জুর করেন। সন্ধ্যায় তারা কারাগার থেকে বের হন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে নায়েব আলী জোয়ারদারকে শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। তাঁকে ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর–অগ্নিসংযোগের মামলা এবং জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে সদর থানা-পুলিশের রিমান্ড শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অপরদিকে ৭ নভেম্বর রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করে র‌্যাব। ঝিনাইদহ থানা–পুলিশ তাঁকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

তাঁকে ২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা ও ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।