Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র মুক্ত হয়নি : গয়েশ্বর

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র-জনতার বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনও গণতন্ত্রের মুক্তি আসেনি।

তিনি বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত দিনে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণ যেন আনন্দ নিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারে। তারা আজ আপনার-আমার কথা শোনার জন্য বসে নেই। জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির কথা শুনতে চায়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব জিনিসের দাম হাতের নাগালে নেই। এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের জনগণকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে রক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, জনগণ সংস্কার কম বুঝে। তারা বোঝে জিনিসপত্রের দাম। এ কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হবে।

তিনি আরও বলেন, খেলা হবে, খেলা হবে বলতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অথচ তিনি এখন আর এই নির্বাচনের টুর্নামেন্ট খেলায় আসতে পারবেন না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন প্রমুখ।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র মুক্ত হয়নি : গয়েশ্বর

প্রকাশের সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র-জনতার বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনও গণতন্ত্রের মুক্তি আসেনি।

তিনি বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত দিনে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণ যেন আনন্দ নিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারে। তারা আজ আপনার-আমার কথা শোনার জন্য বসে নেই। জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির কথা শুনতে চায়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব জিনিসের দাম হাতের নাগালে নেই। এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের জনগণকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে রক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, জনগণ সংস্কার কম বুঝে। তারা বোঝে জিনিসপত্রের দাম। এ কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হবে।

তিনি আরও বলেন, খেলা হবে, খেলা হবে বলতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অথচ তিনি এখন আর এই নির্বাচনের টুর্নামেন্ট খেলায় আসতে পারবেন না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন প্রমুখ।