টালিউডের সুপারহিট নায়িকা রচনা বন্দোপাধ্যায়। সৌন্দর্য আর ফিটনেসে যেকোনও বর্তমান প্রজন্মের নায়িকাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। নাচে-গানে দারুণ পটু এ অভিনেত্রী।
তারই ঝলক দেখালেন আবারো তিনি। মাঝ দরিয়ায় স্টিমারে উঠে জমিয়ে নাচলেন এই অভিনেত্রী। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ‘ফিল ইট রিল ইট’ গানের সঙ্গে রচনার এই নাচ নিমেষে নেট দুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন : সংকটাপন্ন অবস্থায় অভিনেতা আব্দুল কাদের
ভিডিওতে দেখা যায়-পরনে সাদা জিন্স, উপরে ক্রপ টপ তার। সম্প্রতি ৪৬ বছরের জন্মদিন উদযাপন করেছেন রচনা। অভিনয়ের পাশাপাশি গত ১০ বছর ধরে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা হিসাবে ভীষণই জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
																			
										
																বিনোদন ডেস্ক								 

























