নিজস্ব প্রতিবেদক :
রাজধানী পল্টন মোড় এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে অটোরিকশা আরোহী মোহাম্মদ জাকির হোসেন নামে এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। তিনি বেসরকারি একটি ব্যাংকে চাকরি করতেন।
রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের নাম মোহাম্মদ জাকির হোসেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানা এলাকায়। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। বর্তমানে দুই মেয়েসহ পরিবার নিয়ে তিনি রাজধানীর বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন।
নিহত জাকিরের স্ত্রীর বড় ভাই নিজাম উদ্দিন হায়দার চৌধুরী জানান, পরিবার নিয়ে জাকির রাজধানী বাড্ডায় থাকতেন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটিতে তিনি ঢাকায় আসেন। পরিবারের সঙ্গে শুক্র ও শনিবার থেকে আজ ভোরে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আরিফ বলেন, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি ভোরের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে যায় একটি অটোরিকশা। এতে অটোরিকশাচালক ও আরোহী মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পল্টন মোড় এলাকা থেকে ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক ঢামেকে চিকিৎসাধীন।
তিনি জানান, নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।