Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পোল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে রোনালদোর পর্তুগাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২২০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

উয়েফা নেশনস লিগে উয়েফা নেশনস লিগের ম্যাচে গতকাল পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও দারুণ পারফর্ম করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে একটি গোল করার পর ম্যাচের শেষদিকে ওভারহেড কিকেও একবার লক্ষ্যভেদ করেছেন তিনি। তার জোড়া গোলের দিনে পোল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করল পর্তুগাল।

পোর্তোয় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। তাদের অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফের্নান্দেস ও পেদ্রো নেতো।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচজয়ের রেকর্ডটা এতোদিন ছিল সার্জিও রামোসের। স্প্যানিশ এই ডিফেন্ডার ১৩১ ম্যাচ জিতে সবার শীর্ষে ছিলেন। তবে গতকাল পোল্যান্ডকে হারিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি, ১৩২ ম্যাচজয়ের রেকর্ড এখন রোনালদোর।

পুরো ম্যাচে বল দখলে আধিপত্য করলেও, প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। পরে তারাই জ্বলে ওঠে দুর্দান্তভাবে। গোলের জন্য মোট ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা এবং এর সবগুলোই দ্বিতীয়ার্ধে। আর ১১ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে পোল্যান্ড।

শেষ আটের আশা বাঁচিয়ে রাখার অভিযানে নামা পোলিশরা ম্যাচের প্রথম সুযোগটি পায়। তবে, দ্বাদশ মিনিটে সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন বার্তোশ।

দুই মিনিট পর তাদের রক্ষণে পাল্টা ভীতি ছড়ায় পর্তুগাল। তারাও অবশ্য পারেনি গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে; পেদ্রো নেতোর দূরের পোস্টে বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে প্রয়োজনীয় টোকাটাই দিতে পারেননি ফের্নান্দেস।

৩৮তম মিনিটে বেঁচে যায় পর্তুগাল; বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড ক্রিসথফ পিয়নতেকের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

বিরতির আগে লেয়াওয়ের ক্রস ছয় বক্সে পেয়ে ভলি লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। প্রতিপক্ষের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি অভিযোগে পেনাল্টির দাবি করেন তিনি, কিন্তু রেফারির সাড়া মেলেনি। উল্টো উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে টানা পোল্যান্ডের রক্ষণে চাপ ধরে রাখে পর্তুগাল। কিন্তু লক্ষ্যে শটই রাখতে পারছিল না তারা। ৫৬তম মিনিটে বরং প্রতি-আক্রমণে উঠে এগিয়ে যেতে পারত পোল্যান্ড, তবে দমিনিকের শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক দিয়োগো কস্তা।

প্রতিপক্ষের ওই কর্নার রুখে দিয়ে পাল্টা আক্রমণ শাণায় এবং লক্ষ্যে প্রথম প্রচেষ্টা রেখে এগিয়ে যায় প্রথম আসরের চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে গোলটি করেন লেয়াও।

৭০তম মিনিটে পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন রোনালদো।

৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেস বুলেট গতির শটে গোল করে ব্যবধান ৩-০ করেন। এ সময় ভিতিনহা তাকে বল বাড়িয়ে দেন। সেটা ডি বক্সের সামনে পেয়েই ডান পায়ে জোরালো শট নেন। উপরের বাম কোণা দিয়ে বল জালে প্রবেশ করে।

৮৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন পেদ্রো নেতো। তাতে ব্যবধান বেড়ে হয় ৪-০। ৮৭ মিনিটে দারুণ একটি আক্রমণ শানায় পর্তুগাল। ডি বক্সের মধ্যে ঢুকে ভিতিনহা বল বাড়িয়ে দেন বামদিকে গোলপোস্টের সামনে থাকা রোনালদোকে। তিনি বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন।
৮৮ মিনিটে পোল্যান্ডও গোল পায়। এ সময় জ্যাকুব কিউয়রের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে গোল করেন ডমিনিক মারজুক। তার গোলটি কেবল পরাজয়ের ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

এবারের নেশন্স লিগে পঞ্চম এবং জাতীয় দলের হয়ে ১৩৫তম গোল করলেন তিনি। পেশাদার ফুটবলে পাঁচবারের ব্যালন দ’র জয়ীর মোট গোল হলো রেকর্ড ৯১০টি। শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।

এদিকে ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে টেবিলের তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে সোমবার দিবাগত রাতে শেষ ম্যাচে লড়বে পোল্যান্ড। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার মাঠে একইদিন রাতে শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পোল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে রোনালদোর পর্তুগাল

প্রকাশের সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

উয়েফা নেশনস লিগে উয়েফা নেশনস লিগের ম্যাচে গতকাল পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও দারুণ পারফর্ম করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে একটি গোল করার পর ম্যাচের শেষদিকে ওভারহেড কিকেও একবার লক্ষ্যভেদ করেছেন তিনি। তার জোড়া গোলের দিনে পোল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করল পর্তুগাল।

পোর্তোয় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। তাদের অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফের্নান্দেস ও পেদ্রো নেতো।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচজয়ের রেকর্ডটা এতোদিন ছিল সার্জিও রামোসের। স্প্যানিশ এই ডিফেন্ডার ১৩১ ম্যাচ জিতে সবার শীর্ষে ছিলেন। তবে গতকাল পোল্যান্ডকে হারিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি, ১৩২ ম্যাচজয়ের রেকর্ড এখন রোনালদোর।

পুরো ম্যাচে বল দখলে আধিপত্য করলেও, প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। পরে তারাই জ্বলে ওঠে দুর্দান্তভাবে। গোলের জন্য মোট ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা এবং এর সবগুলোই দ্বিতীয়ার্ধে। আর ১১ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে পোল্যান্ড।

শেষ আটের আশা বাঁচিয়ে রাখার অভিযানে নামা পোলিশরা ম্যাচের প্রথম সুযোগটি পায়। তবে, দ্বাদশ মিনিটে সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন বার্তোশ।

দুই মিনিট পর তাদের রক্ষণে পাল্টা ভীতি ছড়ায় পর্তুগাল। তারাও অবশ্য পারেনি গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে; পেদ্রো নেতোর দূরের পোস্টে বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে প্রয়োজনীয় টোকাটাই দিতে পারেননি ফের্নান্দেস।

৩৮তম মিনিটে বেঁচে যায় পর্তুগাল; বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড ক্রিসথফ পিয়নতেকের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

বিরতির আগে লেয়াওয়ের ক্রস ছয় বক্সে পেয়ে ভলি লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। প্রতিপক্ষের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি অভিযোগে পেনাল্টির দাবি করেন তিনি, কিন্তু রেফারির সাড়া মেলেনি। উল্টো উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে টানা পোল্যান্ডের রক্ষণে চাপ ধরে রাখে পর্তুগাল। কিন্তু লক্ষ্যে শটই রাখতে পারছিল না তারা। ৫৬তম মিনিটে বরং প্রতি-আক্রমণে উঠে এগিয়ে যেতে পারত পোল্যান্ড, তবে দমিনিকের শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক দিয়োগো কস্তা।

প্রতিপক্ষের ওই কর্নার রুখে দিয়ে পাল্টা আক্রমণ শাণায় এবং লক্ষ্যে প্রথম প্রচেষ্টা রেখে এগিয়ে যায় প্রথম আসরের চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে গোলটি করেন লেয়াও।

৭০তম মিনিটে পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন রোনালদো।

৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেস বুলেট গতির শটে গোল করে ব্যবধান ৩-০ করেন। এ সময় ভিতিনহা তাকে বল বাড়িয়ে দেন। সেটা ডি বক্সের সামনে পেয়েই ডান পায়ে জোরালো শট নেন। উপরের বাম কোণা দিয়ে বল জালে প্রবেশ করে।

৮৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন পেদ্রো নেতো। তাতে ব্যবধান বেড়ে হয় ৪-০। ৮৭ মিনিটে দারুণ একটি আক্রমণ শানায় পর্তুগাল। ডি বক্সের মধ্যে ঢুকে ভিতিনহা বল বাড়িয়ে দেন বামদিকে গোলপোস্টের সামনে থাকা রোনালদোকে। তিনি বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন।
৮৮ মিনিটে পোল্যান্ডও গোল পায়। এ সময় জ্যাকুব কিউয়রের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে গোল করেন ডমিনিক মারজুক। তার গোলটি কেবল পরাজয়ের ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

এবারের নেশন্স লিগে পঞ্চম এবং জাতীয় দলের হয়ে ১৩৫তম গোল করলেন তিনি। পেশাদার ফুটবলে পাঁচবারের ব্যালন দ’র জয়ীর মোট গোল হলো রেকর্ড ৯১০টি। শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।

এদিকে ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে টেবিলের তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে সোমবার দিবাগত রাতে শেষ ম্যাচে লড়বে পোল্যান্ড। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার মাঠে একইদিন রাতে শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।