নিজস্ব প্রতিবেদক :
শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার (১০ নভেম্বর) বিকেলে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা গণজমায়েত কর্মসূচি ঘোষণায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ওরা সোশ্যাল মিডিয়ায় খুব লাফালাফি করে। ওদের কমেন্টের প্যাটার্ন দেখলে যে কেউ বুঝবে ওরা মুর্খ। ওরা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যে একটা কমেন্ট লিখবে সেটা লেখার ন্যূনতম যোগ্যতাও নেই।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতারা আগে বিএনপিকে লক্ষ্য করে সার্কাজম করতেন যে, বিদেশে বসে কিছু হবে না। আবার বলেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না। তো আজকে আপনারা বিদেশে কেন? আপনারাও দেখা দেন, একটা মিনিটের জন্য একটু দেখা দেন। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। অপনারা কোথায় আছেন?
লাইভে তিনি আরও বলেন, হারপিক মজুমদার না কি যেন নাম, উনি উপদেষ্টাদের নামে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা করেছেন। আবার বলছেন, তাদের সঙ্গে নাকি জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগসহ মুজিববাদী বলে যারা নিজেদের পরিচয় দেন, তারা মুর্খ এবং আত্মমর্যাদাহীন। তাদের ন্যূনতম পড়াশোনাটাও নেই। ওরা বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সব কিছুতেই ওরা দেউলিয়া। তারা এখন বিদেশে বসে বসে ষড়যন্ত্রের চেষ্টা করছে।
আওয়ামী লীগের সদস্যদের তিরস্কার করে হাসনাত বলেন, দেখেন! এতো সহজ না। বিদেশের মাটিতে বসে পরিকল্পনা করা সহজ। কিন্তু যারা দেশের নানা প্রান্ত থেকে গণঅভ্যুত্থানে এসেছিল, তারা আপার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে কথা বলেছে।
হাসনাত প্রশ্ন করেন, রাস্তায় এসে কাদের ভয় দেখান? ছাত্ররা সব ধরনের প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করেছে, কথা বলেছে। যারা আপার বাহিনীদের উৎখাত করেছে, তারা কেন পালিয়ে যাবে?
এদিকে রোববার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের।
নিজস্ব প্রতিবেদক 






















