Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে যাদের বিপক্ষে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২২৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির শুক্রবার (৮ নভেম্বর) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে তরুণ ক্রিকেটারদের নিয়ে এবারের আসর।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের এ টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আট দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। সেমিফাইনালে যেতে হলে জুনিয়র টাইগারদের মোকাবিলা করতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ নেপাল।

অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। তাদের অপর দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

২৯ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১১তম আসরের। পরের দিন একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরশত্রু ভারত-পাকিস্তান।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর। একদিন পর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলায় মাঠে নামবে জুনিয়র টাইগাররা। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে উভয় গ্রুপের সেরা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৬ ডিসেম্বর শেষ চারের দুই ম্যাচ শেষে, একদিন বিরতি দিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

সর্বশেষ আসরে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবারও দুবাইয়ে পাড়ি দেবে লাল সবুজরা। বয়স ভিত্তিক এ আসরে সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন ভারত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে যাদের বিপক্ষে

প্রকাশের সময় : ১০:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির শুক্রবার (৮ নভেম্বর) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে তরুণ ক্রিকেটারদের নিয়ে এবারের আসর।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের এ টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আট দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। সেমিফাইনালে যেতে হলে জুনিয়র টাইগারদের মোকাবিলা করতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ নেপাল।

অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। তাদের অপর দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

২৯ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১১তম আসরের। পরের দিন একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরশত্রু ভারত-পাকিস্তান।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর। একদিন পর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলায় মাঠে নামবে জুনিয়র টাইগাররা। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে উভয় গ্রুপের সেরা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৬ ডিসেম্বর শেষ চারের দুই ম্যাচ শেষে, একদিন বিরতি দিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

সর্বশেষ আসরে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবারও দুবাইয়ে পাড়ি দেবে লাল সবুজরা। বয়স ভিত্তিক এ আসরে সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন ভারত।