ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (৮ নভেম্বর) ঝিনাইদহ সদর থানায় হাজির করে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে, তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার নবীনগর থেকে সাবেক এমপি তাহজীব আলমকে গ্রেপ্তার করে র্যাব।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যাসহ আরও দুটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসন থেকে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে হেরে যান। মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগে নেতৃত্বদানকারী প্রয়াত নূরে আলম সিদ্দিকীর ছেলে তানজীব সিদ্দিকী। তিনি হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন।