Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

সিরাজদিখান উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ লিপি আক্তার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী এবং উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হন লিপি আক্তার। তার সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মায়ের ঘরে আসতে দেরি দেখে দুইজনেই বের হয়ে লিপিকে খোঁজে। পরে তারা ঘরের বাইরেই মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, কী কারণে ওই গৃহবধূ খুন হয়েছেন, তা জানার চেষ্টা চলছে। গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আবহাওয়া

আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি : পুলিশ সদর দপ্তর

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০২:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

সিরাজদিখান উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ লিপি আক্তার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী এবং উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হন লিপি আক্তার। তার সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মায়ের ঘরে আসতে দেরি দেখে দুইজনেই বের হয়ে লিপিকে খোঁজে। পরে তারা ঘরের বাইরেই মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, কী কারণে ওই গৃহবধূ খুন হয়েছেন, তা জানার চেষ্টা চলছে। গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।