Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জয়পুরহাট জেলা প্রতিনিধি : 

জয়পুরহাটের কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলচালক শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শাহিনুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়ার মৃত ছানাউল্লাহর ছেলে। তিনি মহাস্থান বাজারে কাঁচা মালের আড়ত ব্যবসায়ী। আফলাপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে জামাই।

শ্বশুর মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে জামাই তার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে মহাস্থান বাজারে আড়তে যাওয়ার জন্য সকালে নাস্তা করে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। এর কিছুক্ষণ পর খবর পান বাঁশের ব্রিজ এলাকায় কোনো এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে।

কালাই থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আবহাওয়া

ফ্যাসিস্ট পালিয়েছে, রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ : তারেক রহমান

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশের সময় : ০১:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

জয়পুরহাট জেলা প্রতিনিধি : 

জয়পুরহাটের কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলচালক শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শাহিনুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়ার মৃত ছানাউল্লাহর ছেলে। তিনি মহাস্থান বাজারে কাঁচা মালের আড়ত ব্যবসায়ী। আফলাপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে জামাই।

শ্বশুর মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে জামাই তার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে মহাস্থান বাজারে আড়তে যাওয়ার জন্য সকালে নাস্তা করে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। এর কিছুক্ষণ পর খবর পান বাঁশের ব্রিজ এলাকায় কোনো এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে।

কালাই থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।