ফরিদপুর জেলার সালথা উপজেলার জয়ঝাপ গ্রামের সাবেক ছাত্র নেতা আবু জাফর মোল্লা । আওয়ামী ছাত্র রাজনীতি করার কারণে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হন। জন্মলগ্ন থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি শুরু করেন । তার পিতা মৃত আলী আজগর আওয়ামী লীগের রাজনৈতিক একজন সৈনিক ছিলেন ।
পিতার অনুসারী হয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। লেখাপড়া করেন সরকারী ইয়াসিন কলেজে । তৎকালীন সময়ে সরকারী ইয়াসিন কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হন ।
সালথা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও পর্যায়ক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন । বর্তমানে সালথা উপজেলা আওয়ামীলীগ নেতা ।
আরও পড়ুন : সালথায় ইউপি সদস্যের বাড়িঘর ভাঙচুর-লুটপাট
আওয়ামীলীগের রাজনীতি করার কারণে একাধিক বার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন এই নেতা। রাজনৈতিক মিথ্যা মামলায় ২০০১ -২০০৬ ইং সাল পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশি নির্যাতনের শিকার হন এবং জেল খাটেন । এ সকল মামলায় জেল খেটেও আবু জাফর মোল্লা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে পিছু পা হননি ।
আবু জাফর মোল্লা জানান , আগামীতে সালথা উপজেলার গোট্টি ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । তিনি এলাকার সর্বস্তরের জনগনণর নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছেন ।