নিজস্ব প্রতিবেদক :
জুলাই- আগস্ট গণঅভুত্থানে ২৪৫ জন আহতকে প্রায় আড়াই ২ কোটি টাকা সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সার্জিস আলম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, সোমবার (২৮ অক্টোবর) পর্যন্ত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএমএমইউ), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটর), চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ডসহ (সিআরপি) বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহতকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও লিখেন, স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও, খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহতদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল; সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না। তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি। পাশাপাশি আগামী চারদিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ।