Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বেকা উপত্যকা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি। এ উপত্যকার ১২টি এলাকায় গতকাল হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে বালবেক এলাকা সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল।

দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় হতাহত ব্যক্তিদের এখনো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হামলার পর হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনও চলছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বালবেকের গভর্নর বাসির খুদর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ‘সবচেয়ে সহিংস’ হামলা। এ হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো রকম সতর্কতাও জারি করেনি ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৬০

প্রকাশের সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বেকা উপত্যকা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি। এ উপত্যকার ১২টি এলাকায় গতকাল হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে বালবেক এলাকা সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল।

দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় হতাহত ব্যক্তিদের এখনো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হামলার পর হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনও চলছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বালবেকের গভর্নর বাসির খুদর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ‘সবচেয়ে সহিংস’ হামলা। এ হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো রকম সতর্কতাও জারি করেনি ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ।