নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট চত্বরে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন। তিনি পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে থাকতেন।
নিহত ব্যক্তিকে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন জানান, গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার ও দোয়েল পরিবহনের বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে ভাড়া থাকতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।