Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ আটক ৩

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি অত্যাধুনিক ম্যাগাজিন ও পিস্তলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) ভোরের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় বাবলু আলীর বাড়ির পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে সফল অভিযানে ইতালিতে তৈরি একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আওয়ামী লীগ সমর্থক কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিন্টু আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২)।

মেহেরপুর আর্মি কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে ২২ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে জতারপুর এবং দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইফুল ইসলাম, এনামুল এবং সানাকে আটক করে আর্মি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর সদস্যরা।

এরপর ভোর বেলায় মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকা আলীর ছেলে বাবলু আলীর বাড়ির পাশ থেকে ইতালিতে তৈরি একটি পিস্তল উদ্ধার করেন তারা। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ আটক ৩

প্রকাশের সময় : ০৩:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি অত্যাধুনিক ম্যাগাজিন ও পিস্তলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) ভোরের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় বাবলু আলীর বাড়ির পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে সফল অভিযানে ইতালিতে তৈরি একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আওয়ামী লীগ সমর্থক কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিন্টু আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২)।

মেহেরপুর আর্মি কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে ২২ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে জতারপুর এবং দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইফুল ইসলাম, এনামুল এবং সানাকে আটক করে আর্মি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর সদস্যরা।

এরপর ভোর বেলায় মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকা আলীর ছেলে বাবলু আলীর বাড়ির পাশ থেকে ইতালিতে তৈরি একটি পিস্তল উদ্ধার করেন তারা। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।