Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ঘরোয়া ক্রিকেটে ও চলমান ইমার্জিং টিমস এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সেদিকউল্লাহ আটাল। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরলেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী মাসে তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার (২২ অক্টোবর) ১৯ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেদিকউল্লাহর পাশাপাশি ফিরেছেন বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ।

গত মাসে শারজাহতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের দলে থাকা ১৭ জনের সবাই আছেন বাংলাদেশের বিপক্ষেও। চোটের কারণে ওই সিরিজে খেলতে না পারা টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ও অফ স্পিনার মুজিব উর রহমান এখনও বাইরেই আছেন।

২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি সেদিকউল্লাহ। ২০২৩ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দেশের হয়ে এই সংস্করণে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি তিনি, রান করেছেন মোটে ৭২।

তবে কুড়ি ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তিনি দারুণ ছন্দে আছেন। গত অগাস্টে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ৯ ম্যাচে তিনি সর্বোচ্চ ৪২৩ রান করেন ১৩৪.২৮ স্ট্রাইক রেটে। আসরে সাড়ে তিনশ রানও করতে পারেননি আর কেউ।

টি-টোয়েন্টি ইমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৭ ছক্কা ও ২ চারে তিনি করেন ৪৬ বলে ৮৬ রান। পরের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৫৫ বলে ৫ ছক্কা ও ৯ চারে অপরাজিত ৯৫ রানের আরেকটি ম্যাচ জয়ী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে দলে ডাক পাওয়ার দিন হংকংয়ের বিপক্ষে ২টি করে চার ও ছক্কায় করেন ৪১ বলে ৫২ রান তিনি। যদিও এই ম্যাচে তাদের ৫ উইকেটে হারিয়ে চমক দেখায় হংকং।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ছিলেন না নুর। সেন্ট লুসিয়া কিংসের এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। ১২ ম্যাচে ওভারপ্রতি ৬.১৯ করে রান দিয়ে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরার পুরস্কার জেতেন ১৯ বছর বয়সী স্পিনার।

আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে তার শিকার ৯ উইকেট, ১৪ টি-টোয়েন্টিতে উইকেট ৭টি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই মাঠে পরের দুই ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।

দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ঘরের মাঠে গত বছর ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

আফগানিস্তান স্কোয়াড:

হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ আতল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি , এ এম গজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফরিদ আহমদ মালিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

প্রকাশের সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ঘরোয়া ক্রিকেটে ও চলমান ইমার্জিং টিমস এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সেদিকউল্লাহ আটাল। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরলেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী মাসে তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার (২২ অক্টোবর) ১৯ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেদিকউল্লাহর পাশাপাশি ফিরেছেন বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ।

গত মাসে শারজাহতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের দলে থাকা ১৭ জনের সবাই আছেন বাংলাদেশের বিপক্ষেও। চোটের কারণে ওই সিরিজে খেলতে না পারা টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ও অফ স্পিনার মুজিব উর রহমান এখনও বাইরেই আছেন।

২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি সেদিকউল্লাহ। ২০২৩ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দেশের হয়ে এই সংস্করণে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি তিনি, রান করেছেন মোটে ৭২।

তবে কুড়ি ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তিনি দারুণ ছন্দে আছেন। গত অগাস্টে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ৯ ম্যাচে তিনি সর্বোচ্চ ৪২৩ রান করেন ১৩৪.২৮ স্ট্রাইক রেটে। আসরে সাড়ে তিনশ রানও করতে পারেননি আর কেউ।

টি-টোয়েন্টি ইমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৭ ছক্কা ও ২ চারে তিনি করেন ৪৬ বলে ৮৬ রান। পরের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৫৫ বলে ৫ ছক্কা ও ৯ চারে অপরাজিত ৯৫ রানের আরেকটি ম্যাচ জয়ী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে দলে ডাক পাওয়ার দিন হংকংয়ের বিপক্ষে ২টি করে চার ও ছক্কায় করেন ৪১ বলে ৫২ রান তিনি। যদিও এই ম্যাচে তাদের ৫ উইকেটে হারিয়ে চমক দেখায় হংকং।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ছিলেন না নুর। সেন্ট লুসিয়া কিংসের এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। ১২ ম্যাচে ওভারপ্রতি ৬.১৯ করে রান দিয়ে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরার পুরস্কার জেতেন ১৯ বছর বয়সী স্পিনার।

আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে তার শিকার ৯ উইকেট, ১৪ টি-টোয়েন্টিতে উইকেট ৭টি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই মাঠে পরের দুই ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।

দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ঘরের মাঠে গত বছর ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

আফগানিস্তান স্কোয়াড:

হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ আতল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি , এ এম গজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফরিদ আহমদ মালিক।