Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করার সময় সুলতান সরকার (৬০) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে।

নিহত সুলতান সরকার ওই গ্রামের মৃত সামেদ আলী সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার অফিসর ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, মরিচ ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার ও স্থানীয়রা বজ্রপাতের কথা জানিয়ছেন। এছাড়া লাশের সুরতহালেও বজ্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, অন্যথায় মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করার সময় সুলতান সরকার (৬০) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে।

নিহত সুলতান সরকার ওই গ্রামের মৃত সামেদ আলী সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার অফিসর ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, মরিচ ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার ও স্থানীয়রা বজ্রপাতের কথা জানিয়ছেন। এছাড়া লাশের সুরতহালেও বজ্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।