স্পোর্টস ডেস্ক :
শঙ্কা সত্যি হতে যাচ্ছে। বিদায়ী টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। নিরাপত্তা সংশয়ে দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারেন তিনি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এমনটা ঘটলে কানপুরেই শেষ হয়েছে তার লাল বলের অধ্যায়।
দুবাই থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন সাকিব আল হাসান। দেশে আসার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা দিয়েছিলেন। দুবাই অবস্থান করছিলেন ট্রানজিটে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার ঝুঁকি থাকায় যুক্তরাষ্ট্র ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টায় সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। দুপুরের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ও পরিচালকরা এই নিয়ে একটি জুম মিটিংও করেন। সাকিবের মাঠের বাইরের নিরাপত্তা নিয়ে বিসিবিও সন্দিহান। এই মুহূর্তে সাকিব যে সিদ্ধান্ত নেবেন সেটিতেই তাদের মত বলে জানা গেছে।
জুম মিটিং শেষে একজন পরিচালক বলেন, আমরা আলোচনা করেছি। বিষয়টি এখন তার ওপর। মাঠের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। বাইরের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের। সাকিব যেহেতু বলে দিয়েছে মনে হয় না ফিরছে আর।