সালমান খানের ভাই আরবাজ খান। মালাইকা অরোরা খানের সঙ্গে বিচ্ছেদের পর সুপার মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে প্রেম করছেন। এর আগে তিনি জর্জিয়ার সঙ্গে নিউ ইয়র্কে নিউ ইয়ার উদ্যাপন করেন। একটি অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। এই পার্টিতে তারা খুবই আনন্দ করেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন জর্জিয়া। আর ব্যাকগ্রাউন্ডে চলছে সালমানের গান- ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ মাফ হো’।
কালো শাড়িতে মোহময়ী লাগছে জর্জিয়াকে। বর্তমানে দুবাইয়ে শুটিংয়ে ব্যস্ত তিনি। তার আগামী ছবি ওয়েলকাম টু বজরঙ্গপুর। শিগগিরই শুরু হবে শুটিং।
মিকা সিংয়ের সঙ্গে ‘রূপ তেরা মস্তানা’ অ্যালবামে গ্ল্যামার ছড়াচ্ছেন জর্জিয়া। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়াকে ডেট করছেন আরবাজ। মালাইকা ও আরবাজের একটি ছেলে রয়েছে।
২০১৭ সালে আরবাজ আর মালাইকা অরোরার ডিভোর্স হয়ে যায়। তাদের দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে যায়। তবে তাদের জীবনে নতুন প্রেম এসেছে।
আরও পড়ুন : ৩ কোটি টাকার গহনা পরে চমকে দিলেন শিল্পা শেঠি
মালাইকা আর অভিনেতা অর্জুন কাপুরের ঘনিষ্ঠতার খবর বিটাউনে রীতিমতো আলোচিত। এমনকি কাপুর পরিবারও তাদের সম্পর্কে সবুজসংকেত দিয়েছে। গত বছর সঞ্জয় কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন।
সেই ছবিতে অর্জুন আর মালাইকাও আছেন। এই ছবির নিচে সঞ্জয় ক্যাপশন দেন ‘মাই ফ্যামিলি’। আর এই ক্যাপশনসহ ছবি ইঙ্গিত দিচ্ছে, মালাইকাকে তারা কাপুর পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছেন।
আরবাজের প্রেমিকা জর্জিয়াও খান খানদানে প্রবেশের অনুমতি পেয়ে গেছেন। জর্জিয়া আরবাজের থেকে ২২ বছরের ছোট। অন্য বলিউড তারকাদের মতো আরবাজও ২০১৯ সালের নতুন বছর দুর্দান্তভাবে উদ্যাপন করেন।