Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির এক পক্ষের ডাকা সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ঢাকা সড়ক পরিবহন মালিক কমিটির আলাদা কমিটি গঠনের সিদ্ধান্তে আয়োজিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।

সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সৌরভ হোসেন বলেন, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের প্রেরিত শতাধিক লোক হঠাৎ জাতীয় প্রেস ক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এ সময় তারা কয়েকজনকে আহত করে।

তিনি বলেন, আওয়ামী লীগের এনায়েত উল্লার পরিবর্তে সাইফুল ইসলামের লোকজন সারা দেশে সড়ক পরিবহণে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। জাতীয় প্রেস ক্লাবের মত মর্যাদাপূর্ণ স্থানে এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড

প্রকাশের সময় : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির এক পক্ষের ডাকা সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ঢাকা সড়ক পরিবহন মালিক কমিটির আলাদা কমিটি গঠনের সিদ্ধান্তে আয়োজিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।

সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সৌরভ হোসেন বলেন, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের প্রেরিত শতাধিক লোক হঠাৎ জাতীয় প্রেস ক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এ সময় তারা কয়েকজনকে আহত করে।

তিনি বলেন, আওয়ামী লীগের এনায়েত উল্লার পরিবর্তে সাইফুল ইসলামের লোকজন সারা দেশে সড়ক পরিবহণে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। জাতীয় প্রেস ক্লাবের মত মর্যাদাপূর্ণ স্থানে এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।