Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সার্টিফিকেশন বোর্ডে ‘দরদ’ পাস, মুক্তি নভেম্বরে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ২০১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গেল ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। কিন্তু নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি। এমনকি তারপর কিং খানের দুই ছবি মুক্তি পেলেও অনন্য মামুন নির্মিত ‘দরদ’-এর দেখা মেলেনি।

ওদিকে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে শাকিবের রসায়ন দেখেতে তর সইছিল না দর্শকের। কিন্তু দেশে একের পর এক উদ্ভূত সমস্যায় অনিশ্চয়তার মুখে পড়ে ছবিটির মুক্তি। শাকিবিয়ানদের আকড়ে ধরে হতাশা। এবার সব হতাশা ও অনিশ্চয়তা মুছে মামুন জানালেন ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘দরদ’।

মঙ্গলবার (৮ অক্টোবর) নিজের ফেসবুকে ‘দরদ’ -এর অ্যানউন্সমেন্ট টিজার প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, ‘‘অপেক্ষার শেষ! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।

অন্যদিকে শাকিব খানের ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘দরদ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে …।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সার্টিফিকেশন বোর্ডে ‘দরদ’ পাস, মুক্তি নভেম্বরে

প্রকাশের সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক : 

গেল ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। কিন্তু নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি। এমনকি তারপর কিং খানের দুই ছবি মুক্তি পেলেও অনন্য মামুন নির্মিত ‘দরদ’-এর দেখা মেলেনি।

ওদিকে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে শাকিবের রসায়ন দেখেতে তর সইছিল না দর্শকের। কিন্তু দেশে একের পর এক উদ্ভূত সমস্যায় অনিশ্চয়তার মুখে পড়ে ছবিটির মুক্তি। শাকিবিয়ানদের আকড়ে ধরে হতাশা। এবার সব হতাশা ও অনিশ্চয়তা মুছে মামুন জানালেন ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘দরদ’।

মঙ্গলবার (৮ অক্টোবর) নিজের ফেসবুকে ‘দরদ’ -এর অ্যানউন্সমেন্ট টিজার প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, ‘‘অপেক্ষার শেষ! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।

অন্যদিকে শাকিব খানের ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘দরদ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে …।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।