ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামেরে ছেলে সাফা (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
পুলিশ জানায়, সকালে কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামের ছেলে সাফা (৩) সকালে বাসায় খেলছিল। খেলার এক পর্যায়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখেন। এ সময় স্থানীয়রা মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন। দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি খায়রুল আনাম ডন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 





















