Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগার থেকে হাসপাতালে আনা হচ্ছে সাবেক মন্ত্রী এম এ মান্নানকে

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২১৪ জন দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

অসুস্থবোধ করায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে মান্নানকে আটক করে যৌথ বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়। আদালত সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কিন্তু কারাগারে যাওয়ার ১৬ দিনের মাথায় শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, কারাগারের ডিআইজি আমাকে জানিয়েছেন, সুনামগঞ্জ কারাগারে এম এ মান্নান অসুস্থ হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। খবর পেয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ সাবেক এ মন্ত্রী হাসপাতালে ডিভিশন পাবেন বলে তিনি জানান।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরে কারাগারের ভেতরে হঠাৎ সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এর আগে ২ সেপ্টেম্বর আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। এই মামলায় কারাগারে ছিলেন সাবেক মন্ত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

কারাগার থেকে হাসপাতালে আনা হচ্ছে সাবেক মন্ত্রী এম এ মান্নানকে

প্রকাশের সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

অসুস্থবোধ করায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে মান্নানকে আটক করে যৌথ বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়। আদালত সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কিন্তু কারাগারে যাওয়ার ১৬ দিনের মাথায় শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, কারাগারের ডিআইজি আমাকে জানিয়েছেন, সুনামগঞ্জ কারাগারে এম এ মান্নান অসুস্থ হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। খবর পেয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ সাবেক এ মন্ত্রী হাসপাতালে ডিভিশন পাবেন বলে তিনি জানান।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরে কারাগারের ভেতরে হঠাৎ সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এর আগে ২ সেপ্টেম্বর আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। এই মামলায় কারাগারে ছিলেন সাবেক মন্ত্রী।