স্পোর্টস ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হয়েছে মেয়েদের চার-ছক্কার টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। এই আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতির কারণে টুর্নামেন্ট সরিয়ে নেয় আইসিসি। যদিও আয়োজক হিসেবে বাংলাদেশকে রেখে দেয় তারা।
সেই বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ নবাগত স্কটল্যান্ড। ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
টস জিতে ব্যাটিং নেয়ার কারণ হিসেবে জ্যোতি জানিয়েছেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। ব্যাটে বল আসবে বলে মনে হয়েছে তার। বাংলাদেশে ক্রিকেট দারুণ এগিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এবারের বিশ্বকাপে সেটা দেখাতে চান তারা।
বাংলাদেশ নারী দল ২০১৪ সালে ঘরের মাঠে প্রথম টি-২০ বিশ্বকাপ খেলে। ওই আসরে পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়ছিল। পরের চার আসরে ১৬ ম্যাচ খেলে জিততে পারেনি এক ম্যাচ। এবার স্কটিশদের বিপক্ষে জয় দিয়ে ওই খরা ঘুচাতে চায় বাংলাদেশ।
এদিকে আজকের ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে নারীদের ক্রিকেটে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে সাকিব ও মোস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন নাহিদা আক্তার। এই মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন আর এক উইকেট।
বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, সাথী রানি, সোবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি, তাজ নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।
স্কটল্যান্ড একাদশ
সাস্কিয়া হরলে, সারাহ ব্রাইস, ক্যাথরিন ব্রাইস, অ্যালসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডারসি কার্টার, লরনা জ্যাক, ক্যাথরিন ফ্র্যাজার, রাচেল স্ল্যাটার, আবতাহা মাকসুদ ও অলিভিয়া বেল।