Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোহানা সাবাকে মেয়ের জামাইয়ের দিকে নজর দিতে মানা করলেন শাওন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ২৫৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পুরোনো বিভিন্ন স্ট্যাটাস আবার নতুন করে ভাইরাল হচ্ছে। অনেকেই শেয়ার দিচ্ছেন সেইসব স্ট্যাটাস।

অভিনেত্রী সোহানা সাবা যেন এ বিষয়ে এক ধাপ এগিয়ে। তিনি নিয়মিত শেয়ার দিচ্ছেন এ উপদেষ্টার পুরোনো স্ট্যাটাসগুলো। সেইসঙ্গে করছেন কটাক্ষ। নিজেকে আসিফ নজরুলের ফ্যানগার্ল বলেও দাবি করেছেন তিনি। এবার তাকে সতর্ক করলেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন।

নিজের ফেসবুকে আসিফ নজরুলের পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার দিয়েছেন সাবা। ক্যাপশনে লিখেছেন, ‘আজকাল ‘স্যারের’ ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে! আমি তার ফ্যানগার্ল।’

সেই পোস্টের মন্তব্যের ঘরে এসে অভিনেত্রী মেহের আফরোজ শাওন মতামত দিয়েছেন। যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার!

শাওনের সেই মন্তব্যের জবাবে সাবা লিখেছেন. ‘আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র’। তবে এটা স্পষ্ট যে শাওনে মজা করার উদ্দেশ্য নিয়ে সাবাকে এমন সাবধানী বার্তা শুনিয়েছেন। কেননা তাদের দুজনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

যদিও এর আগে এক স্ট্যাটাসে আসিফ নজরুলকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছিলেন শাওন। অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরে পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি আসিফ নজরুলকে নিয়ে আশাবাদী।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক।

যে কারণে নিজের জামাতাকে নিয়েই সোহানা সাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সোহানা সাবাকে মেয়ের জামাইয়ের দিকে নজর দিতে মানা করলেন শাওন

প্রকাশের সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক : 

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পুরোনো বিভিন্ন স্ট্যাটাস আবার নতুন করে ভাইরাল হচ্ছে। অনেকেই শেয়ার দিচ্ছেন সেইসব স্ট্যাটাস।

অভিনেত্রী সোহানা সাবা যেন এ বিষয়ে এক ধাপ এগিয়ে। তিনি নিয়মিত শেয়ার দিচ্ছেন এ উপদেষ্টার পুরোনো স্ট্যাটাসগুলো। সেইসঙ্গে করছেন কটাক্ষ। নিজেকে আসিফ নজরুলের ফ্যানগার্ল বলেও দাবি করেছেন তিনি। এবার তাকে সতর্ক করলেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন।

নিজের ফেসবুকে আসিফ নজরুলের পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার দিয়েছেন সাবা। ক্যাপশনে লিখেছেন, ‘আজকাল ‘স্যারের’ ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে! আমি তার ফ্যানগার্ল।’

সেই পোস্টের মন্তব্যের ঘরে এসে অভিনেত্রী মেহের আফরোজ শাওন মতামত দিয়েছেন। যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার!

শাওনের সেই মন্তব্যের জবাবে সাবা লিখেছেন. ‘আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র’। তবে এটা স্পষ্ট যে শাওনে মজা করার উদ্দেশ্য নিয়ে সাবাকে এমন সাবধানী বার্তা শুনিয়েছেন। কেননা তাদের দুজনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

যদিও এর আগে এক স্ট্যাটাসে আসিফ নজরুলকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছিলেন শাওন। অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরে পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি আসিফ নজরুলকে নিয়ে আশাবাদী।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক।

যে কারণে নিজের জামাতাকে নিয়েই সোহানা সাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে।