Dhaka শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ পোশাক শ্রমিক নিহত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাক মুখোমুখি সংর্ঘষে তিন নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বোয়ালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) এবং নারায়ন তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)। এদের মধ্যে ফুলি ও বিথি ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান সাবিনা।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টসের কর্মী বহন করা বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন বাসযাত্রী মারা যান। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত রোগীর সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ পর্যন্ত ২০ জনকে তাঁরা চিকিৎসাসেবা দিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ পোশাক শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১১:৪৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাক মুখোমুখি সংর্ঘষে তিন নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বোয়ালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) এবং নারায়ন তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)। এদের মধ্যে ফুলি ও বিথি ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান সাবিনা।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টসের কর্মী বহন করা বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন বাসযাত্রী মারা যান। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত রোগীর সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ পর্যন্ত ২০ জনকে তাঁরা চিকিৎসাসেবা দিয়েছে।