Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আরব দেশে বিশ্বকাপ হবে রোমাঞ্চকর, আশা নেইমারের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২২ সালে পশ্চিম এশিয়ার কাতার সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে। আবার এশিয়ায় ফিরছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ২০৩৪ সালে আরবের দেশটি বিশ্বকাপ আয়োজন করবে। এখন পর্যন্ত একামত্র দেশ হিসেবে সৌদির সঙ্গে বিশ্বকাপ আয়োজনের বিডে কেউ অংশ নেয়নি।

যে কারণে এ বছরের শেষে ফিফার গর্ভনিং বডিতে ২১১ সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সৌদি আরবের নাম ঘোষণা এখন সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছে। ৪৮ দেশের বিশ্বকাপ ম্যাচগুলো পাঁচ শহরের ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সৌদির।

আর সৌদিকে পূর্ণ সমর্থণ জানিয়েছেন আল-হিলালের ফরোয়ার্ড ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ভাষ্যে, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজিত হলে সেটা সবার জন্যই বেশ আকর্ষণীয় হবে।

আল-হিলালের শেয়ার করা এক ভিডিও বার্তায় নেইমার বলেছেন, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনের খবরে আমি খুব খুশি হয়েছি। আমি মনে করি এটি ফুটবল প্রিয় সকলের জন্যই বেশ আকর্ষণীয় হবে। এর মাধ্যমে বিশ্বের অনেক দেশই সৌদি আরবে সংষ্কৃতি সম্পর্কে আরো বেশি জানার সুযোগ পাবে। এ দেশের প্রত্যেকের জন্যই এটি একটি অনন্য অভিজ্ঞতা। এই সুযোগটা তাদের প্রাপ্য ছিল।

৪৮ দল নিয়ে ২০৩৪ সালের নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ৩২ বছর বয়সী নেইমার ইতোমধ্যেই তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। এসিএল ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে রয়েছেন সেলেসাও তারকা। এই ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আরব দেশে বিশ্বকাপ হবে রোমাঞ্চকর, আশা নেইমারের

প্রকাশের সময় : ০৯:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

২০২২ সালে পশ্চিম এশিয়ার কাতার সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে। আবার এশিয়ায় ফিরছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ২০৩৪ সালে আরবের দেশটি বিশ্বকাপ আয়োজন করবে। এখন পর্যন্ত একামত্র দেশ হিসেবে সৌদির সঙ্গে বিশ্বকাপ আয়োজনের বিডে কেউ অংশ নেয়নি।

যে কারণে এ বছরের শেষে ফিফার গর্ভনিং বডিতে ২১১ সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সৌদি আরবের নাম ঘোষণা এখন সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছে। ৪৮ দেশের বিশ্বকাপ ম্যাচগুলো পাঁচ শহরের ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সৌদির।

আর সৌদিকে পূর্ণ সমর্থণ জানিয়েছেন আল-হিলালের ফরোয়ার্ড ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ভাষ্যে, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজিত হলে সেটা সবার জন্যই বেশ আকর্ষণীয় হবে।

আল-হিলালের শেয়ার করা এক ভিডিও বার্তায় নেইমার বলেছেন, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনের খবরে আমি খুব খুশি হয়েছি। আমি মনে করি এটি ফুটবল প্রিয় সকলের জন্যই বেশ আকর্ষণীয় হবে। এর মাধ্যমে বিশ্বের অনেক দেশই সৌদি আরবে সংষ্কৃতি সম্পর্কে আরো বেশি জানার সুযোগ পাবে। এ দেশের প্রত্যেকের জন্যই এটি একটি অনন্য অভিজ্ঞতা। এই সুযোগটা তাদের প্রাপ্য ছিল।

৪৮ দল নিয়ে ২০৩৪ সালের নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ৩২ বছর বয়সী নেইমার ইতোমধ্যেই তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। এসিএল ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে রয়েছেন সেলেসাও তারকা। এই ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন।