Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গল টেস্টে জয়াসুরিয়ার ঘূর্ণিতে নিউজিল্যান্ডের হার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগেও চারটি টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। সবগুলোতেই হেরেছিল কিউইরা। এবারও পারলো নতুন সূর্যের উদয় ঘটাতে। বরং হারের সংখ্যাটাকে পাঁচে টেনে নিলো নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে অতিথিরা। গল টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২৭৫ রানের। সামর্থ্যের বিচারে লক্ষ্য বড় ছিল না। কিন্তু বাঁহাতি অর্থোডক্স প্রবাধ জয়সুরিয়ার ঘূর্ণিতে খেই হারিয়ে ২১১ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ৮ উইকেটে ২০৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমেছিলেন ৯১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা স্বীকৃত ব্যাটার রাচিন রাবিন্দ্রা ও অ্যাজাজ প্যাটেল (০ রানে)।

কিন্তু নতুন দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান রাবিন্দ্রা। ইনিংসের ৭০তম ওভারে জয়সুরিয়ার বলে এলবিডব্লিউ হন তিনি। পঞ্চম দিনে মাত্র ১ রান যোগ করে ৯২ রান নিয়ে সাজঘরে ফেরত যান কিউই ব্যাটার।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে শেষ ব্যাটার উইলিয়াম ও’রর্কে-কে বোল্ড করেন জয়সুরিয়া। এতে ৬৩ রানে জয় নিশ্চিত করে সিরিজে ১-০ তে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

গল টেস্ট জিতে শ্রীলঙ্কা ভাগ বসাল ইংল্যান্ডের একটি রেকর্ডে। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত গলে ২৫ টেস্ট জিতেছে লঙ্কানরা। এই সময়ে (গত ২৪ বছরে) ইংল্যান্ডও লর্ডসে জিতেছে ২৫ টেস্ট। যৌথভাবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড শীর্ষে হলেও শতকরা হিসেবে এগিয়ে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাফল্যের হার ৫৮.১৪ ও ৫২.০৮। গত ২৪ বছরে লর্ডস ও গলে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ৪৮ ও ৪৩ টেস্ট খেলেছে।

শেষ দিনে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬৮ ওভারে ৮ উইকেটে ২০৭ রান থেকে খেলা শুরু করে। কিউইরা এগোচ্ছিল ২৭৫ রানের লক্ষ্যে। হাতে ২ উইকেট থাকলেও শ্রীলঙ্কার জয় নিশ্চিত ছিল না যতক্ষণ রবীন্দ্র উইকেটে ছিলেন। সেই রবীন্দ্রকে ৭০তম ওভারের তৃতীয় বলে আর্মার ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন প্রবাথ জয়সুরিয়া। রিভিউ নিয়েও আর বাঁচতে পারেননি রবীন্দ্র। কিউই এই বাঁহাতি ব্যাটার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে আউট হয়েছেন ৮ রান দূরে থাকতে। ১৬৮ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।

রবীন্দ্র ফিরতেই শ্রীলঙ্কার জয় এক রকম নিশ্চিত হয়ে যায়। ৭২তম ওভারের চতুর্থ বলে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন জয়সুরিয়া। যেখানে জয়সুরিয়ার বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান উইলিয়াম ও’রুর্কি। কিউরা অলআউট হয়ে যায় ২১১ রানে। ম্যাচ-সেরা হয়েছেন জয়সুরিয়া। লঙ্কান এই বাঁহাতি স্পিনার ২০৪ রানে নিয়েছেন ৯ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। খরচ করেন ৬৮ রান।

আনুষ্ঠানিকভাবে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টের ষষ্ঠ দিন হলেও কার্যত পাঁচ দিন খেলা হয়েছে। যেখানে শ্রীলঙ্কায় গত পরশু রাষ্ট্রপতি নির্বাচনের কারণে গল টেস্টের খেলা বন্ধ ছিল। ‘ছয় দিনের’ টেস্টে সময়ের সঙ্গে সঙ্গে ধুলো উড়তে দেখা গেছে। ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররাই। ৪০ উইকেটের মধ্যে ২৯ উইকেটই নিয়েছেন স্পিনাররা। পরিসংখ্যানটা আরেকটু খতিয়ে দেখলে দেখা যাবে, বাঁহাতি স্পিনাররা নিয়েছেন ১৮ উইকেট। জয়সুরিয়ার ৯ উইকেটের পাশাপাশি কিউই দুই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার নিয়েছেন ৮ ও ১ উইকেট। যেখানে প্যাটেল দ্বিতীয় ইনিংসে ৯০ রানে নেন ৬ উইকেট।

স্পিনবান্ধব গলে পেসাররা পেয়েছেন ১০ উইকেট। যার ৮টিই নিয়েছেন নিউজিল্যান্ডের ও’রুর্কি। ম্যাচে একমাত্র রানআউটটি হয়েছে কিউইদের প্রথম ইনিংসে।

লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ম্যাচ শেষে বলেন, ওভালের জয়ই তাদেরকে অনুপ্রাণিত করেছে এখানে। ইংল্যান্ডের বিপক্ষে ওই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে, টেস্ট জয়ের সামর্থ্য আমাদের আছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৯ টেস্টে শ্রীলঙ্কার দশম জয় এটি। সবশেষ জয়টি ছিল ২০১৯ সালে এই গলেই। এরপর দেশে ও নিউ জিল্যান্ডে মিলিয়ে টানা তিন টেস্ট হারের পর আবার জয়ের মুখ দেখল তারা।

দুই দলের সিরিজ নির্ধারণী টেস্টও হবে গলে। ম্যাচ শুরু আগামী বৃহস্পতিবার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গল টেস্টে জয়াসুরিয়ার ঘূর্ণিতে নিউজিল্যান্ডের হার

প্রকাশের সময় : ০৪:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগেও চারটি টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। সবগুলোতেই হেরেছিল কিউইরা। এবারও পারলো নতুন সূর্যের উদয় ঘটাতে। বরং হারের সংখ্যাটাকে পাঁচে টেনে নিলো নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে অতিথিরা। গল টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২৭৫ রানের। সামর্থ্যের বিচারে লক্ষ্য বড় ছিল না। কিন্তু বাঁহাতি অর্থোডক্স প্রবাধ জয়সুরিয়ার ঘূর্ণিতে খেই হারিয়ে ২১১ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ৮ উইকেটে ২০৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমেছিলেন ৯১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা স্বীকৃত ব্যাটার রাচিন রাবিন্দ্রা ও অ্যাজাজ প্যাটেল (০ রানে)।

কিন্তু নতুন দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান রাবিন্দ্রা। ইনিংসের ৭০তম ওভারে জয়সুরিয়ার বলে এলবিডব্লিউ হন তিনি। পঞ্চম দিনে মাত্র ১ রান যোগ করে ৯২ রান নিয়ে সাজঘরে ফেরত যান কিউই ব্যাটার।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে শেষ ব্যাটার উইলিয়াম ও’রর্কে-কে বোল্ড করেন জয়সুরিয়া। এতে ৬৩ রানে জয় নিশ্চিত করে সিরিজে ১-০ তে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

গল টেস্ট জিতে শ্রীলঙ্কা ভাগ বসাল ইংল্যান্ডের একটি রেকর্ডে। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত গলে ২৫ টেস্ট জিতেছে লঙ্কানরা। এই সময়ে (গত ২৪ বছরে) ইংল্যান্ডও লর্ডসে জিতেছে ২৫ টেস্ট। যৌথভাবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড শীর্ষে হলেও শতকরা হিসেবে এগিয়ে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাফল্যের হার ৫৮.১৪ ও ৫২.০৮। গত ২৪ বছরে লর্ডস ও গলে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ৪৮ ও ৪৩ টেস্ট খেলেছে।

শেষ দিনে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬৮ ওভারে ৮ উইকেটে ২০৭ রান থেকে খেলা শুরু করে। কিউইরা এগোচ্ছিল ২৭৫ রানের লক্ষ্যে। হাতে ২ উইকেট থাকলেও শ্রীলঙ্কার জয় নিশ্চিত ছিল না যতক্ষণ রবীন্দ্র উইকেটে ছিলেন। সেই রবীন্দ্রকে ৭০তম ওভারের তৃতীয় বলে আর্মার ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন প্রবাথ জয়সুরিয়া। রিভিউ নিয়েও আর বাঁচতে পারেননি রবীন্দ্র। কিউই এই বাঁহাতি ব্যাটার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে আউট হয়েছেন ৮ রান দূরে থাকতে। ১৬৮ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।

রবীন্দ্র ফিরতেই শ্রীলঙ্কার জয় এক রকম নিশ্চিত হয়ে যায়। ৭২তম ওভারের চতুর্থ বলে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন জয়সুরিয়া। যেখানে জয়সুরিয়ার বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান উইলিয়াম ও’রুর্কি। কিউরা অলআউট হয়ে যায় ২১১ রানে। ম্যাচ-সেরা হয়েছেন জয়সুরিয়া। লঙ্কান এই বাঁহাতি স্পিনার ২০৪ রানে নিয়েছেন ৯ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। খরচ করেন ৬৮ রান।

আনুষ্ঠানিকভাবে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টের ষষ্ঠ দিন হলেও কার্যত পাঁচ দিন খেলা হয়েছে। যেখানে শ্রীলঙ্কায় গত পরশু রাষ্ট্রপতি নির্বাচনের কারণে গল টেস্টের খেলা বন্ধ ছিল। ‘ছয় দিনের’ টেস্টে সময়ের সঙ্গে সঙ্গে ধুলো উড়তে দেখা গেছে। ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররাই। ৪০ উইকেটের মধ্যে ২৯ উইকেটই নিয়েছেন স্পিনাররা। পরিসংখ্যানটা আরেকটু খতিয়ে দেখলে দেখা যাবে, বাঁহাতি স্পিনাররা নিয়েছেন ১৮ উইকেট। জয়সুরিয়ার ৯ উইকেটের পাশাপাশি কিউই দুই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার নিয়েছেন ৮ ও ১ উইকেট। যেখানে প্যাটেল দ্বিতীয় ইনিংসে ৯০ রানে নেন ৬ উইকেট।

স্পিনবান্ধব গলে পেসাররা পেয়েছেন ১০ উইকেট। যার ৮টিই নিয়েছেন নিউজিল্যান্ডের ও’রুর্কি। ম্যাচে একমাত্র রানআউটটি হয়েছে কিউইদের প্রথম ইনিংসে।

লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ম্যাচ শেষে বলেন, ওভালের জয়ই তাদেরকে অনুপ্রাণিত করেছে এখানে। ইংল্যান্ডের বিপক্ষে ওই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে, টেস্ট জয়ের সামর্থ্য আমাদের আছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৯ টেস্টে শ্রীলঙ্কার দশম জয় এটি। সবশেষ জয়টি ছিল ২০১৯ সালে এই গলেই। এরপর দেশে ও নিউ জিল্যান্ডে মিলিয়ে টানা তিন টেস্ট হারের পর আবার জয়ের মুখ দেখল তারা।

দুই দলের সিরিজ নির্ধারণী টেস্টও হবে গলে। ম্যাচ শুরু আগামী বৃহস্পতিবার।