Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সূত্রাপুরে ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত জিন্দা মন্ডল (৬০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের জিন্নাহ মন্ডলের পরিবার গ্রামের বাড়ি থাকেন। ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকায় ছেলে ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন তিনি।

জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে আনা যুবক ইমরান বলেন, রাত ৩ টার দিকে একজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান।’ চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি ব্যাটারিচালিত অটোরিকশা চালক এক হাত দিয়ে বুকে ধরে রেখেছে। কী হয়েছে জানতে চাইলে তিনি বলতে থাকেন, ‘আমাকে বাঁচান হাসপাতালে নিয়ে চলেন। আমাকে ছুরি মেরেছে’। পোস্তগোলা থেকে নিয়ে আসা যাত্রীই তাকে ছুরি মেরে অটোরিকশাটা নিয়ে যেতে চেয়েছিল।

হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গেন্ডারিয়ার লোহারপুল পঞ্চায়েত কবরস্থানের পাশ থেকে ৫৫ বছর বয়সী জিন্নাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনে কয়েকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

সূত্রাপুরে ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত জিন্দা মন্ডল (৬০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের জিন্নাহ মন্ডলের পরিবার গ্রামের বাড়ি থাকেন। ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকায় ছেলে ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন তিনি।

জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে আনা যুবক ইমরান বলেন, রাত ৩ টার দিকে একজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান।’ চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি ব্যাটারিচালিত অটোরিকশা চালক এক হাত দিয়ে বুকে ধরে রেখেছে। কী হয়েছে জানতে চাইলে তিনি বলতে থাকেন, ‘আমাকে বাঁচান হাসপাতালে নিয়ে চলেন। আমাকে ছুরি মেরেছে’। পোস্তগোলা থেকে নিয়ে আসা যাত্রীই তাকে ছুরি মেরে অটোরিকশাটা নিয়ে যেতে চেয়েছিল।

হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গেন্ডারিয়ার লোহারপুল পঞ্চায়েত কবরস্থানের পাশ থেকে ৫৫ বছর বয়সী জিন্নাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনে কয়েকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।