Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বোর্নমাউথের বিপক্ষে আলিসনকে নিয়ে অনিশ্চয়তা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পেশির চোটে ভুগছেন লিভারপুলের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে তার খেলা নিয়ে জেগেছে সংশয়।

অ্যানফিল্ডে বাংলাদেশ সময় শনিবার (২১ সেপ্টেম্বর) রাত আটটায় বোর্নমাউথের মুখোমুখি হবে লিভারপুল। শুক্রবার দলটির কোচ আর্না স্লট জানান, এদিন অনুশীলন করতে না পারলে ম্যাচটিতে খেলবেন না আলিসন।

তিনি বলেন, আলিসন আজ অনুশীলন পারে কি-না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। যদি সে (অনুশীলন করতে) না পারে, সে হয়তো খেলবে না। তার একটি পেশিতে সামান্য সমস্যা আছে এবং আমরা ভাবছি সামনের ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় কি-না।

স্লট জানান, চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচের আগে পেশিতে সমস্যা অনুভব করছিলেন আলিসন। ওই ম্যাচে তা আরও বেড়ে যায়। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, সে (শনিবার) গোলপোস্ট সামলানোর জন্য প্রস্তুত কিনা, নাকি আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

আলিসন খেলতে না পারলে লিভারপুলের পোস্ট সামলাবেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। গত কোপা আমেরিকার সময় আলিসন ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকায় প্রাক-মৌসুমে বেশিরভাগ ম্যাচে খেলেন কেলেহার।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছেন আলিসন। নতুন কোচ স্লটের কোচিংয়ে মৌসুমের শুরুটা দারুণ হয়েছে লিভারপুলের। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে চারে আছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

এক বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ম্যাচে সান সিরোয় মিলানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ জয়ে মাঠ ছাড়ে স্লটের দল।

প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ১৪ ম্যাচের ১১টিই হারা বোর্নমাউথ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বোর্নমাউথের বিপক্ষে আলিসনকে নিয়ে অনিশ্চয়তা

প্রকাশের সময় : ০৮:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

পেশির চোটে ভুগছেন লিভারপুলের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে তার খেলা নিয়ে জেগেছে সংশয়।

অ্যানফিল্ডে বাংলাদেশ সময় শনিবার (২১ সেপ্টেম্বর) রাত আটটায় বোর্নমাউথের মুখোমুখি হবে লিভারপুল। শুক্রবার দলটির কোচ আর্না স্লট জানান, এদিন অনুশীলন করতে না পারলে ম্যাচটিতে খেলবেন না আলিসন।

তিনি বলেন, আলিসন আজ অনুশীলন পারে কি-না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। যদি সে (অনুশীলন করতে) না পারে, সে হয়তো খেলবে না। তার একটি পেশিতে সামান্য সমস্যা আছে এবং আমরা ভাবছি সামনের ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় কি-না।

স্লট জানান, চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচের আগে পেশিতে সমস্যা অনুভব করছিলেন আলিসন। ওই ম্যাচে তা আরও বেড়ে যায়। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, সে (শনিবার) গোলপোস্ট সামলানোর জন্য প্রস্তুত কিনা, নাকি আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

আলিসন খেলতে না পারলে লিভারপুলের পোস্ট সামলাবেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। গত কোপা আমেরিকার সময় আলিসন ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকায় প্রাক-মৌসুমে বেশিরভাগ ম্যাচে খেলেন কেলেহার।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছেন আলিসন। নতুন কোচ স্লটের কোচিংয়ে মৌসুমের শুরুটা দারুণ হয়েছে লিভারপুলের। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে চারে আছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

এক বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ম্যাচে সান সিরোয় মিলানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ জয়ে মাঠ ছাড়ে স্লটের দল।

প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ১৪ ম্যাচের ১১টিই হারা বোর্নমাউথ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে আছে।