বিনোদন ডেস্ক :
বাবা হারালেন ভারতের জনপ্রিয় গায়ক হিমেশ রেশামিয়া। গায়কের বাবা বিপিন রেশামিয়ার বয়স হয়েছিল ৮৭ বছর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপিন রেশামিয়া।
হিমেশ রেশামিয়ার বাবা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট এবং বয়সজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) তার শেষকৃত্য সম্পন্ন হবে।
বাবা ছিলেন হিমেশের বন্ধু ও পথ প্রদর্শক। একবার এক সাক্ষাৎকারে বিপিন রেশামিয়া উল্লেখ করেছিলেন, তিনি ছোটবেলা থেকেই তার ছেলের সংগীতপ্রতিভা নিয়ে গর্বিত ছিলেন। হিমেশকে গান শেখানোর দিকে মনোনিবেশ করানোর জন্য নিজের সংগীত পরিচালক হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন। বিপিন রেশামিয়া সালমান খানের একটি ছবির জন্যও সংগীত রচনা করেছিলেন।