Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সকালে রিমান্ড সাবেক রেলমন্ত্রীর, বিকালে স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। তবে বিকেলেই পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার রিমান্ড স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার একই আদালত থেকে দুটি আদেশ আসে।

আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক আদেশ দিয়েছিলেন তিন দিনের রিমান্ডের।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

সকালে রিমান্ড সাবেক রেলমন্ত্রীর, বিকালে স্থগিত

প্রকাশের সময় : ০৯:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। তবে বিকেলেই পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার রিমান্ড স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার একই আদালত থেকে দুটি আদেশ আসে।

আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক আদেশ দিয়েছিলেন তিন দিনের রিমান্ডের।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।