সাভার উপজেলা প্রতিনিধি :
শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকারি ছুটির দিনেও অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে। গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের জেরে উৎপাদন ব্যহত হওয়ায় তা পুষিয়ে নিতেই এসব কারখানা চালু রাখা হয়েছে। কাজে যোগ দিতে পেরে শ্রমিকরাও বেশ খুশি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকলেও কিছু কারখানা ছাড়া সকাল থেকে কর্মমুখর ও স্বাভাবিক শিল্পাঞ্চল আশুলিয়া ঘুরে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানা। টানা শ্রমিক বিক্ষোভের মুখে ক্ষতি সামাল দিতেই এ উদ্যোগ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ।
সরেজমিনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সকাল থেকেই পোশাককারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছে। অনেকটা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে বলে দেখা যায়।
কাজে যোগ দিয়ে পোশাক শ্রমিক আসমা বলেন, অনেক দিন হলো আন্দোলনের নামের কাজের পরিবেশ নষ্ট হয়েছে। এখন পরিস্থিতি ভালো থাকায় সরকারি ছুটির দিনেও আমরা কাজে যোগ দিয়েছি।
পোশাক কারখানার কর্মকর্তা বলেন, আইনে সাধারণত শ্রমিকরা বছরে ১১ দিন উৎসব ছুটি পান। কিন্তু আগে থেকেই শিল্প মালিকরা দেখা যায় বছরে শ্রমিকদের দু-একদিন বেশি ছুটি দিয়ে থাকেন। এর মধ্যে ১৫ আগস্ট শ্রমিকরা যেই ছুটিটি পান সেটি মূলত বিগত সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া ছিল। এক্ষেত্রে তালিকায় ১৫ আগস্টের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকতো।
শিল্প পুলিশ জানায়, শিল্প পুলিশ-১ আওতাধীন ১৮৬৩ শিল্প কারখানার মধ্যে ১৪০০ কারখানা আজ চালু রয়েছে। বাকিগুলোর মধ্যে কিছু রয়েছে সরকারি ছুটি আবার কিছু কারখানা রয়েছে অনির্দিষ্টকালের বন্ধ।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়টি কারখানা আজ বন্ধ রয়েছে তা আজ বলা যাচ্ছে না। কারণ কেউ বন্ধ করেছেন সরকারি ছুটি হিসেবে কোনটা আবার আন্দোলনের মুখে। তবে শিল্পাঞ্চলের পুরো এলাকা পরিবেশ এখন শান্ত।