Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিফার ফেসবুকে চিরকুটের গান ‘যাদুর শহর’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিশ্বের দরবারে বাংলাদেশের ব্যান্ডসংগীত পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে বাংলাদেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সুমি-পাভেলরা নিজেদের গান নিয়ে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘ সময় ধরে। যার ফলে তাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। এবার চিরকুট ব্যান্ডের কালজয়ী ‘যাদুর শহর’ গান দিয়ে একটি রিলস বানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের ফুটসাল বিশ্বকাপ উপলক্ষেই একটি রিলস বানিয়ে শেয়ার করেছেন। যা চিরকুট এবং দেশের ব্যান্ড শ্রোতাদের গর্বিত করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে এই রিলটি পোস্ট করা হয়।

গানটির সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়ে ফিফার পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয় ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’ এরপরই ব্যান্ড ভক্তরা সেখানে কমেন্টস করতে থাকে। অনেকেই বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন।

ভিডিওটির শুরুতেই দেখা মেলে ঢাকার চিত্র। তারপর একে একে আসে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের নজরকাড়া মুহূর্ত। এই প্রতিবেদন লেখার সময় রিলটিতে ৫৬ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করা হয়েছে ৫ হাজারের বেশি ও পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার।

এদিকে ফিফার পেজে গানটি শেয়ার করার বিষয়টি নিয়ে বেশ আনন্দিত চিরকুট ব্যান্ডের সদস্যরা। এ বিষয়ে কালবেলাকে ব্যান্ড প্রধান শারমিন সুলতানা সুমি বলেন, ‘অনুভূতি আর কী। ফিফার অফিসিয়াল পেজে বাংলা গান! আমাদের গান যারা ভালবাসে তাদের যেমন লেগেছে। আমাদেরও তেমন লেগেছে। এই ভালোলাগার বিষয়টি প্রকাশ করার নয়। জুলাই গণ অভ্যুত্থানেও এই গান ছাত্রদের সাহস যুগিয়েছে। নিজেদের গান থেকে এর চেয়ে আর বড় পাওয়ার কী হতে পারে। এই চিরকুট সবার।’

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় চিরকুটের যাদুর শহর নামের অ্যালবামটি। শিরোনাম গানটির লিরিক লিখেছেন আনন্দ ও সুমি। সুর করেন পিন্টু, সুমি ও ইমন। মিউজিক প্রডাকশনে ছিলেন পাভেল অরিন। মূল ভাবনায় ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিল গানটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফিফার ফেসবুকে চিরকুটের গান ‘যাদুর শহর’

প্রকাশের সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

বিশ্বের দরবারে বাংলাদেশের ব্যান্ডসংগীত পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে বাংলাদেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সুমি-পাভেলরা নিজেদের গান নিয়ে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘ সময় ধরে। যার ফলে তাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। এবার চিরকুট ব্যান্ডের কালজয়ী ‘যাদুর শহর’ গান দিয়ে একটি রিলস বানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের ফুটসাল বিশ্বকাপ উপলক্ষেই একটি রিলস বানিয়ে শেয়ার করেছেন। যা চিরকুট এবং দেশের ব্যান্ড শ্রোতাদের গর্বিত করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে এই রিলটি পোস্ট করা হয়।

গানটির সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়ে ফিফার পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয় ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’ এরপরই ব্যান্ড ভক্তরা সেখানে কমেন্টস করতে থাকে। অনেকেই বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন।

ভিডিওটির শুরুতেই দেখা মেলে ঢাকার চিত্র। তারপর একে একে আসে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের নজরকাড়া মুহূর্ত। এই প্রতিবেদন লেখার সময় রিলটিতে ৫৬ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করা হয়েছে ৫ হাজারের বেশি ও পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার।

এদিকে ফিফার পেজে গানটি শেয়ার করার বিষয়টি নিয়ে বেশ আনন্দিত চিরকুট ব্যান্ডের সদস্যরা। এ বিষয়ে কালবেলাকে ব্যান্ড প্রধান শারমিন সুলতানা সুমি বলেন, ‘অনুভূতি আর কী। ফিফার অফিসিয়াল পেজে বাংলা গান! আমাদের গান যারা ভালবাসে তাদের যেমন লেগেছে। আমাদেরও তেমন লেগেছে। এই ভালোলাগার বিষয়টি প্রকাশ করার নয়। জুলাই গণ অভ্যুত্থানেও এই গান ছাত্রদের সাহস যুগিয়েছে। নিজেদের গান থেকে এর চেয়ে আর বড় পাওয়ার কী হতে পারে। এই চিরকুট সবার।’

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় চিরকুটের যাদুর শহর নামের অ্যালবামটি। শিরোনাম গানটির লিরিক লিখেছেন আনন্দ ও সুমি। সুর করেন পিন্টু, সুমি ও ইমন। মিউজিক প্রডাকশনে ছিলেন পাভেল অরিন। মূল ভাবনায় ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিল গানটি।