Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের ভাগ্যলক্ষ্মী বলে ভাবা হয়। এবার ভাগ্যলক্ষীর ঘরে লক্ষী এসেছে। সুখবর পেয়ে ঘরে বসে থাকেননি কিং খান। ছুটে গেছেন হাসপাতালে দেখতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দীপিকা-রণবীরের মেয়েকে হাসপাতালে দেখতে যাওয়া শাহরুখের ভিডিও। দিয়েছেন উপহারও।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এদিকে দীপিকার সন্তানকে দেখতে যাওয়ার খবর শুনে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখের অনুরাগীরা। শত ব্যস্ততার মাঝে সহকর্মীর জন্য সময় বের করাটা ইতিবাচকভাবে দেখছেন সবাই। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন কিং খানের ভক্তরা। তবে দীপিকার কন্যাকে কী উপহার দিয়েছেন শাহরুখ এখনও জানা যায়নি।

রিপোর্ট অনুসারে জানা গেছে, হাসপাতালে কয়েকদিন থাকার পর দীপিকা ও তার নবজাতককে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে, বাবা রণবীর তার স্ত্রী এবং কন্যার বাড়ি ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করেছেন। বাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশেষ আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি।

গত ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা। জানা গেছে, মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ

প্রকাশের সময় : ০২:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের ভাগ্যলক্ষ্মী বলে ভাবা হয়। এবার ভাগ্যলক্ষীর ঘরে লক্ষী এসেছে। সুখবর পেয়ে ঘরে বসে থাকেননি কিং খান। ছুটে গেছেন হাসপাতালে দেখতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দীপিকা-রণবীরের মেয়েকে হাসপাতালে দেখতে যাওয়া শাহরুখের ভিডিও। দিয়েছেন উপহারও।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এদিকে দীপিকার সন্তানকে দেখতে যাওয়ার খবর শুনে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখের অনুরাগীরা। শত ব্যস্ততার মাঝে সহকর্মীর জন্য সময় বের করাটা ইতিবাচকভাবে দেখছেন সবাই। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন কিং খানের ভক্তরা। তবে দীপিকার কন্যাকে কী উপহার দিয়েছেন শাহরুখ এখনও জানা যায়নি।

রিপোর্ট অনুসারে জানা গেছে, হাসপাতালে কয়েকদিন থাকার পর দীপিকা ও তার নবজাতককে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে, বাবা রণবীর তার স্ত্রী এবং কন্যার বাড়ি ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করেছেন। বাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশেষ আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি।

গত ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা। জানা গেছে, মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।