Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২০১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর উত্তরায় আজমপুরে ট্রাকের ধাক্কায় মো. মনির হোসেন (২২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনির হোসেন উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার চৌডিয়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের সন্তান। গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় থাকতেন তিনি।

মনির হোসেনের স্ত্রী ময়না বেগম জানান, বুধবার দুপুরে উত্তরা পূর্ব থানার উত্তরা রাজউক কলেজের পাশে ব্রিজের ঢালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মনিরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ০১:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর উত্তরায় আজমপুরে ট্রাকের ধাক্কায় মো. মনির হোসেন (২২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনির হোসেন উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার চৌডিয়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের সন্তান। গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় থাকতেন তিনি।

মনির হোসেনের স্ত্রী ময়না বেগম জানান, বুধবার দুপুরে উত্তরা পূর্ব থানার উত্তরা রাজউক কলেজের পাশে ব্রিজের ঢালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মনিরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।