Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামেবির জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীন।

তিনি বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে সোমবার তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে অবশ্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের সঙ্গে কথা বলা যায়নি।

পদত্যাগপত্রের ভিসি উল্লেখ করেন, আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। বর্তমানে আমি ব্যক্তিগত কারণে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এ অবস্থায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান তিনি।

২০২১ সালের ২৭ মে ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির ভিসি নিয়োগ দেয় সরকার। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের রাজনীতি করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন ডা. এ জেড এম মোস্তাক হোসেন। মাঝে মাঝেই রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করাতে তার দপ্তরে যাচ্ছিলেন। রোববারও অফিসে গিয়ে তাকে না পেয়ে শিক্ষার্থীরা ফিরে আসেন। পরে এ দিনই তিনি ঢাকায় বসে নিজের পদত্যাগপত্রে সই করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

প্রকাশের সময় : ০৪:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামেবির জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীন।

তিনি বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে সোমবার তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে অবশ্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের সঙ্গে কথা বলা যায়নি।

পদত্যাগপত্রের ভিসি উল্লেখ করেন, আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। বর্তমানে আমি ব্যক্তিগত কারণে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এ অবস্থায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান তিনি।

২০২১ সালের ২৭ মে ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির ভিসি নিয়োগ দেয় সরকার। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের রাজনীতি করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন ডা. এ জেড এম মোস্তাক হোসেন। মাঝে মাঝেই রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করাতে তার দপ্তরে যাচ্ছিলেন। রোববারও অফিসে গিয়ে তাকে না পেয়ে শিক্ষার্থীরা ফিরে আসেন। পরে এ দিনই তিনি ঢাকায় বসে নিজের পদত্যাগপত্রে সই করেন।