বিনোদন ডেস্ক :
কনসার্ট চলাকালে মারা গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার ফ্যাটম্যান স্কুপ।
রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ৫৩ বছর বয়স হয়েছিল তার। ফ্যাটম্যানের পরিবার ও ম্যানেজার জানিয়েছেন, কানেকটিকাটে শুক্রবার স্থানীয় সময় রাতে চলছিল তার কনসার্ট। অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অজ্ঞান হয়ে যান মঞ্চেই। কিছুক্ষণের মধ্যেই হয় মৃত্যু। অ্যাম্বুলেন্সে দ্রুত নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বুকিং এজেন্সি এমএনএস। এপ্রসঙ্গে এজেন্সির একজন মুখপাত্র বলেন, ছিলেন সংগীত জগতের একটি জনপ্রিয় ব্যক্তিত্ব স্কুপ। যিনি বিশ্বজুড়ে অসংখ্য ভক্তদের ভালোবাসা পেয়েছেন। তার আইকনিক কণ্ঠ মহান শিল্পীদের ওপর অমোচনীয় প্রভাব রেখেছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুপের পরিবার জানান, একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল, যিনি মঞ্চ ও জীবনের জন্য ছিলেন আলোর উৎস।
বিশ্বমানের একজন গায়ক ছিলেন স্কুপ। ১৯৯০-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ দৃশ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি। মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কার বিজয়ী গান ‘লুজ কন্ট্রোল’ এবং মারিয়া কেরির ‘ইটস লাইক দ্যাট’সহ জনপ্রিয় গানে অংশ নিয়েছেন স্কুপ।
তার জনপ্রিয় একটি হিট গান ‘বি ফেইথফুল।’ ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল এবং ২০০৩ সালে আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করে, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে শীর্ষে পৌঁছায় গানটি।
বিনোদন ডেস্ক 

























