Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রফিনগর ও মির্জাপুরে এ ঘটনা ঘটে। নিহতের ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালের দিকে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় একজন নিহত হয় ও ৪০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সুনামগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

প্রকাশের সময় : ০৪:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রফিনগর ও মির্জাপুরে এ ঘটনা ঘটে। নিহতের ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালের দিকে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় একজন নিহত হয় ও ৪০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।