নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা এখনো থেমে নেই। বিগত দিনে যে অপকর্ম হয়েছে তার বিচার মাত্র শুরু হয়েছে। সফলতার পরিপূর্ণ মুখ দেখবে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম-খুন, অপকর্ম হয়েছে- সেসবের বিচার হতে হবে। ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তারও বিচার করতে হবে। জনগণের এখন দাবি হলো, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল ক্ষমতা হারালে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও সারা দেশে তাদের কোনো নেতাকে বিএনপির কেউ হত্যা করেনি। দেশের জনগণ কোথাও তা দেখেনি। কারণ, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি গুম-খুন-সন্ত্রাসে বিশ্বাস করে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ওমর ফারুক উপস্থিত ছিলেন।