স্পোর্টস ডেস্ক :
লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। তবে ভারতের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর সেই পদ ফাঁকা ছিল এতদিন। এবার সেই দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের সাবেক পেসার জহির খান।
লখনৌর মেন্টরের পাশাপাশি জহির খানকে আরও কিছু দায়িত্ব দেয়া হচ্ছে। বছরজুড়ে ক্রিকেটার স্কাউটিং ও ক্রিকেটারদের ডেভেলপমেন্ট প্রোগ্রামেও সম্পৃক্ত থাকবেন ভারতের হয়ে তিনশর বেশি ম্যাচ খেলা সাবেক এই পেসার।
গম্ভীর লখনৌর মেন্টর থাকাকালীন ২০২২ সালের আইপিএলে প্লে অফে খেলেছিল তারা। ২০২৩ আসরেও প্লে অফে জায়গা করে নিয়েছিল দলটি। তবে ২০২৪ আসরে গম্ভীর কলকাতার মেন্টরের কাজ করেন। আর সেই আসরে লখনৌর মেন্টরের পদ ফাঁকা ছিল। যার ফলও তারা পেয়েছে। গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় লখনৌ।
এবার সেই পদেই বসতে যাচ্ছেন জহির খান। ভারতের হয়ে ৫৯৭টি আন্তর্জাতিক উইকেট শিকারি পেসার লখনৌ বোলিং কোচের দায়িত্বও পালন করবেন কি না, সেটি অবশ্য পরিষ্কার করা হয়নি। দলটির আগের বোলিং কোচ মর্নে মর্কেল সম্প্রতি ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। আইপিএলে ১০ মৌসুম খেলেছেন জহির খান। মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর দিল্লির হয়ে খেলে দলকে নেতৃত্বও দিয়েছেন জহির।