স্পোর্টস ডেস্ক :
লা লিগার নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল কার্লো আনচেলত্তির দল। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে তারা। রিয়ালের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন তরুণ ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিক।
রোববার (২৫ আগস্ট) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠে রিয়াল। তারা প্রথম সুযোগটি পায় ম্যাচের নবম মিনিটে। মাঝমাঠ থেকে আন্টোনিও রুডিগার উঁচু করে বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শেই হাফ ভলি নেন এমবাপে। ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
ফেদেরিকো ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। আর যোগ করা সময়ে তৃতীয় গোলটি করে রেয়ালের জার্সিতে অভিষেক রাঙান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক।
রিয়ালের হয়ে ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে অনেক সুযোগ পেলেও গোল পাননি কিলিয়ান এমবাপে। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ফরাসি তারকার বদলি নেমে জালের দেখা পান ১৮ বছর বয়সী এন্দ্রিক। আসরে নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রেয়াল।
ভাইয়াদলিদের বিপক্ষে শুরু থেকে পজেশন ধরে রেখে খেলা রেয়াল প্রথম সুযোগ পায় নবম মিনিটে। মাঝমাঠ থেকে আন্টোনিও রুডিগার উঁচু করে বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে এমবাপের বাঁ পায়ের হাফ ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
ষোড়শ মিনিটে একটি সুযোগ তৈরি করে ভাইয়াদলিদ। বক্সের বাইরে থেকে ডারউইন মাচিসের শট রেয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো আর কিছু করতে পারেনি রেয়াল। অহেলিয়া চুয়ামেনি ও ভালভের্দের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ভাইয়াদলিদ এই সময়ে গোলের জন্য আর শটই নিতে পারেনি।
৪৮তম মিনিটে আর্দা গিলেরের একটি প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক। এর তিন মিনিট পরই কাক্সিক্ষত গোলের দেখা পায় রেয়াল। ভালভের্দের নিচু ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়।
৫৮তম মিনিটে এমবাপের হেড ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পান রাউল মোরো। ওয়ান-অন-ওয়ানে বাইরে মেরে হতাশ করেন তিনি। ৬৩ ও ৬৮তম মিনিটে গিলেরের আরও দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক। ৭৮তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাসে কাছ থেকে এমবাপের আরেকটি শটও রুখে দেন তিনি।
৮৬তম মিনিটে আরেকটি সুযোগ পান এমবাপে। মাঝমাঠ থেকে ভালভের্দের হেড পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, তবে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষ খেলোয়াড়ের চাপে ঠিকমতো শট নিতে পারেননি। এরপরই তাকে তুলে এন্দ্রিককে নামান কোচ। ৮৮তম মিনিটে জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাহিম। নিজেদের বক্সের সামনে থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার এদের মিলিতাও। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে বল জালে পাঠান ৬৯তম মিনিটে গিলেরের বদলি নামা ব্রাহিম।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জালের দেখা পান এন্দ্রিক। দিয়াসের পাস বক্সের বাইরে পান তিনি, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ভেতরে ঢুকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তরুণ প্রতিভা।
স্পেনের বাইরের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেয়ালের হয়ে লা লিগায় গোলের কীর্তি গড়লেন এন্দ্রিক, ১৮ বছর ৩৫ দিন।
সহজ জয় পেলেও রিয়ালকে প্রশ্ন শুনতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। পরপর দুই ম্যাচে লা লিগায় কোনো গোল করতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। তাকে নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পে অসাধারণ স্ট্রাইকার, খুবই দ্রুতগতির। এই পজিশনে সে গোল করবে যেহেতু সবসময় করে এসেছে। তার বাঁয়ে কিংবা মাঝখানে খেলার প্রয়োজন নেই। দিনশেষে সে গোল করবে। ধৈর্য রাখুন।
স্পোর্টস ডেস্ক 

























