Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সেঞ্চুরি হলো না সাদমানের, আউট ৯৩ রানে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্যারিয়ারে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২২ সালের মার্চে। সে টেস্টে দুই ইনিংসেই দশের নিচে আউট হন সাদমান ইসলাম। একটি ছিল ডাক। এরপর দলে জায়গা হারান বাঁহাতি এই ওপেনার। মাহমুদুল হাসান জয়ের চোটে দীর্ঘ আড়াই বছর পর টেস্ট দলে ফিরলেন। ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। কিন্তু তাতে মিশে রইলো আক্ষেপ। ধৈর্য্য হারিয়ে নার্ভাস নাইনটিজে কাটা পড়েন শেষ পর্যন্ত। ব্যক্তিগত ৯৩ রানে বোল্ড হয়ে ফেরেন।

পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন সাদমান। ১৮৩ বলে তার ৯৩ রানের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারির মার।

পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে শুক্রবার (২৩ আগস্ট) প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে কিছুটা শঙ্কায় ছিল বাংলাদেশ। কোনো উইকেটে না হারিয়ে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে তুলেছিল ২ উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় সেশনেও হারিয়েছে গুরুত্বপূর্ণ উইকেট রান জমা করেছে ৬৩।

দিনের শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির হাসান। ব্যাট ছুঁয়ে পেছনে যায় বল, বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।

৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ও শান্ত জুটি বড় করার চেষ্টা করেন। সেটি হতে দেননি খুররম শাহজাদ। ২৭তম ওভারের শেষ বলে খুররমের দারুণ এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১৬)। ভাঙে ২২ রানের জুটি।

৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠে। ছন্দে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৯৪ রানের দারুণ একটি জুটি গড়েন সাদমান। দুজনে তুলে নেন ফিফটিও। ১৯তম টেস্ট সেঞ্চুরির পর খুররাম শান্তকে আউট করা প্রায় একই রকম ডেলিভারিতে বোল্ড করেন মুমিনুলকে (৫০)। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।

চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৬তম ওভারে মোহাম্মদ আলীর গুড লেংথের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন সাদমান। বোল্ড হয়ে ফেরেন ১৮৩ বলে ৯৩ রান করে। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি।

তার আগেও একবার বেঁচে যান রিভিউ নিয়ে। ৫৭ রানের সময় সাদমানের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন স্পিনার সালমান আলী আঘা। আম্পায়ার আউট ঘোষণার পর রিভিউ নিয়ে বেঁচে যান সাদমান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

সেঞ্চুরি হলো না সাদমানের, আউট ৯৩ রানে

প্রকাশের সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ক্যারিয়ারে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২২ সালের মার্চে। সে টেস্টে দুই ইনিংসেই দশের নিচে আউট হন সাদমান ইসলাম। একটি ছিল ডাক। এরপর দলে জায়গা হারান বাঁহাতি এই ওপেনার। মাহমুদুল হাসান জয়ের চোটে দীর্ঘ আড়াই বছর পর টেস্ট দলে ফিরলেন। ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। কিন্তু তাতে মিশে রইলো আক্ষেপ। ধৈর্য্য হারিয়ে নার্ভাস নাইনটিজে কাটা পড়েন শেষ পর্যন্ত। ব্যক্তিগত ৯৩ রানে বোল্ড হয়ে ফেরেন।

পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন সাদমান। ১৮৩ বলে তার ৯৩ রানের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারির মার।

পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে শুক্রবার (২৩ আগস্ট) প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে কিছুটা শঙ্কায় ছিল বাংলাদেশ। কোনো উইকেটে না হারিয়ে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে তুলেছিল ২ উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় সেশনেও হারিয়েছে গুরুত্বপূর্ণ উইকেট রান জমা করেছে ৬৩।

দিনের শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির হাসান। ব্যাট ছুঁয়ে পেছনে যায় বল, বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।

৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ও শান্ত জুটি বড় করার চেষ্টা করেন। সেটি হতে দেননি খুররম শাহজাদ। ২৭তম ওভারের শেষ বলে খুররমের দারুণ এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১৬)। ভাঙে ২২ রানের জুটি।

৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠে। ছন্দে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৯৪ রানের দারুণ একটি জুটি গড়েন সাদমান। দুজনে তুলে নেন ফিফটিও। ১৯তম টেস্ট সেঞ্চুরির পর খুররাম শান্তকে আউট করা প্রায় একই রকম ডেলিভারিতে বোল্ড করেন মুমিনুলকে (৫০)। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।

চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৬তম ওভারে মোহাম্মদ আলীর গুড লেংথের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন সাদমান। বোল্ড হয়ে ফেরেন ১৮৩ বলে ৯৩ রান করে। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি।

তার আগেও একবার বেঁচে যান রিভিউ নিয়ে। ৫৭ রানের সময় সাদমানের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন স্পিনার সালমান আলী আঘা। আম্পায়ার আউট ঘোষণার পর রিভিউ নিয়ে বেঁচে যান সাদমান।