Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ শহরের এক চেকপোস্টে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৩৫ জন পাকিস্তানি পুণ্যার্থী নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন।

ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩৫ পাকিস্তানি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রেডিও পাকিস্তান এ খবর দিয়েছে বলে বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে ডন অনলাইন।

লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি জানান, দুর্ঘনার সময় ঘটনাস্থলেই ৩০ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও পাঁচজন।

এদিকে গুরুতর আহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম দ্য ডন। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন লিখেছে, হঠাৎ ব্রেক ফেইল করে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় বাসটিতে। এতে ৩৫ জন নিহত হওয়ার পাশাপাশি ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ইয়াজদের হাসপাতালে নেয়া হয়েছে।

ডন আরও জানিয়েছে, ৫৩ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়া বাসটিতে লারকানা, ঘোটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দারা ছিলেন। যাত্রীদের মধ্যে ১৪ জন নারীও ছিলেন।

তীর্থযাত্রীদের দলনেতা সৈয়দ আতহার শামসি বলেন, শিয়াদের তীর্থস্থান আরবাইনে দুটি বাস নিয়ে যাচ্ছিলাম আমরা। একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে বেশির ভাগ যাত্রী মারা গেছেন। অপর বাসটি ডকুমেন্টেশন সংক্রান্ত সমস্যার কারণে পিছনে পড়ে গিয়েছিল।

তবে নিহতের সংখ্যা ২৮ বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা মেহের জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি জরাজীর্ণ বাস তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। এরপর বাসটিতে আগুন ধরে গেলে ভেতরে থাকা বেশির ভাগ যাত্রী মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

নবী মুহম্মদের (সাঃ) দ্রৌহিত্র হুসেইন ইবনে আলীর শাহাদাত বার্ষিকী আরবাইন উপলক্ষ্যে লাখ লাখ শিয়া মুসলিম এখন ইরাকের কারবালা প্রদেশে জড়ো হয়েছেন। ওই পাকিস্তানি পুণ্যার্থীরাও কারবালার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরিবেশের টেকসই উন্নয়নে অভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত

প্রকাশের সময় : ০১:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ শহরের এক চেকপোস্টে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৩৫ জন পাকিস্তানি পুণ্যার্থী নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন।

ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩৫ পাকিস্তানি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রেডিও পাকিস্তান এ খবর দিয়েছে বলে বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে ডন অনলাইন।

লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি জানান, দুর্ঘনার সময় ঘটনাস্থলেই ৩০ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও পাঁচজন।

এদিকে গুরুতর আহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম দ্য ডন। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন লিখেছে, হঠাৎ ব্রেক ফেইল করে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় বাসটিতে। এতে ৩৫ জন নিহত হওয়ার পাশাপাশি ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ইয়াজদের হাসপাতালে নেয়া হয়েছে।

ডন আরও জানিয়েছে, ৫৩ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়া বাসটিতে লারকানা, ঘোটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দারা ছিলেন। যাত্রীদের মধ্যে ১৪ জন নারীও ছিলেন।

তীর্থযাত্রীদের দলনেতা সৈয়দ আতহার শামসি বলেন, শিয়াদের তীর্থস্থান আরবাইনে দুটি বাস নিয়ে যাচ্ছিলাম আমরা। একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে বেশির ভাগ যাত্রী মারা গেছেন। অপর বাসটি ডকুমেন্টেশন সংক্রান্ত সমস্যার কারণে পিছনে পড়ে গিয়েছিল।

তবে নিহতের সংখ্যা ২৮ বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা মেহের জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি জরাজীর্ণ বাস তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। এরপর বাসটিতে আগুন ধরে গেলে ভেতরে থাকা বেশির ভাগ যাত্রী মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

নবী মুহম্মদের (সাঃ) দ্রৌহিত্র হুসেইন ইবনে আলীর শাহাদাত বার্ষিকী আরবাইন উপলক্ষ্যে লাখ লাখ শিয়া মুসলিম এখন ইরাকের কারবালা প্রদেশে জড়ো হয়েছেন। ওই পাকিস্তানি পুণ্যার্থীরাও কারবালার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।