স্পোর্টস ডেস্ক :
দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক ইয়ান সমেরকে আর জাতীয় দলে দেখা যাবে না। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ আগস্ট) সোমারের অবসরের তথ্য জানায় সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলেন এই তারকা। মূলত, ক্লাব ফুটবলে মনোযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।
জাতীয় দলে ২০১২ সালে অভিষেক হয়েছিল সোমারের। সুইজারল্যান্ডের হয়ে সমান তিনটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন নির্ভরযোগ্য এই গোলরক্ষক। সবমিলিয়ে সুইসদের হয়ে ৯৪ বার গোলবারের নিচে দাঁড়িয়েছেন এই তারকা। এর মধ্যে ৩৩ ম্যাচই জালে গোল জড়াতে দেননি তিনি।
জার্মানিতে গত মাসে অনুষ্ঠিত ইউরোতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। ওই ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হারে সুইসরা।
জাতীয় দলে সমেরের সেরা মুহূর্ত বলা যায় ২০২০ ইউরোর শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে কিলিয়ান এমবাপের শট ঠেকিয়ে দেওয়া। ম্যাচটি ৩-৩ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে জিতে শেষ আটে জায়গা করে নেয় সুইজারল্যান্ড।
ক্লাব ফুটবলে গত মৌসুম থেকে ইন্টারের হয়ে খেলছেন সমের। সেখানে প্রথম মৌসুমেই দলটিকে সেরি আ শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। এর আগে জার্মানিতে বায়ার্ন মিউনিখের হয়ে একটি ও নিজ দেশে বাসেলের হয়ে চারটি লিগ শিরোপা জেতেন তিনি।
এখন সুইজারল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোবেলকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। সুইজারল্যান্ডের পরের ম্যাচ আগামী মাসে। উয়েফা নেশন্স লিগে ৫ সেপ্টেম্বর ডেনমার্ক ও ৮ সেপ্টেম্বর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে তারা।