পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের ব্যবসায়ী সেলিম শেখের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরেন ব্যবসায়ী সেলিম। এসে ঘরে দরজা খোলা পান তিনি। তখন ঘরে ঢুকে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান।
সেলিম শেখ বলেন, বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করা হয়েছে।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।