বিনোদন ডেস্ক :
শনিবার (১০ আগস্ট) দুই বছর পূর্ণ হয়েছে পরীমণির সন্তান পূণ্যর। গত বছর মহা আয়োজনে উদযাপন করলেও এবার তেমনটা দেখা যাচ্ছে না। শুক্রবার (৯ আগস্ট) মধ্যরাতে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। বিষয়টি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে।
নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরী। যেখানে দেখা গেছে, মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেন। কেকের ওপর লেখা, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।
সেইসঙ্গে কিছু কথা লিখেছেন নায়িকা। তার কথায়, আজ আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কতো কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।
আনন্দের এই দিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমণি। তিনি লিখেছেন, নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।
এদিকে সন্তানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শরীফুল রাজ। নিজের ফেসবুকে রাজ্যের পায়ের ছাপের (পূণ্যকে ‘রাজ্য সম্বোধন করেন রাজ) একটি ছবি প্রকাশ করেছেন তিনি। তবে ক্যাপশনে তেমন কথা খরচ করেননি। ‘শুভ জন্মদিন’ লিখেই কাজ সেরেছেন অভিনেতা।
পূণ্যর প্রথম জন্মদিনের আসর বসেছিল রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হন জমকালো এই আয়োজনে। সেসময় সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে রাজ্যের জন্মদিনে।
প্রসঙ্গত, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। বিয়ের ১০ মাসের মাথায় তাদের কোলজুড়ে আসে সন্তান। তবে ২০২৩ সালের শেষ দিকে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের পর থেকে ছেলে একাই বড় করছেন পরীমণি। তবে ছেলের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শরিফুল রাজও। ফেসবুকে ছেলের পায়ের ছাপের ছবি শেয়ার করে রাজ লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। শুভ জন্মদিন। সঙ্গে আজকের তারিখটা জুড়ে দিয়েছেন অভিনেতা।
গতবছর একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিনে কোনো কমতি রাখেননি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বেশ জমকালো আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদযাপন করেছেন ছেলের বিশেষ এই দিন। জমকালো সেই আয়োজনে ছিলেন না বাবা শরিফুল রাজ।