Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১০ আগস্ট) সকালে অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।

দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান প্রধান বিচারপতি। ওবায়দুল হাসান বলেন, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো কিছু ফর্মালিটিজ রয়েছে। এগুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব।

ফুলকোর্ট সভা কী উদ্দেশ্যে ডাকা হয়েছিল জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, রোববার থেকে কোর্ট চালানো যায় কি না, শুধু এ বিষয়ে সিদ্ধান্তের জন্যই ভার্চুয়াল পদ্ধতিতে ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির

প্রকাশের সময় : ০২:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১০ আগস্ট) সকালে অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।

দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান প্রধান বিচারপতি। ওবায়দুল হাসান বলেন, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো কিছু ফর্মালিটিজ রয়েছে। এগুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব।

ফুলকোর্ট সভা কী উদ্দেশ্যে ডাকা হয়েছিল জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, রোববার থেকে কোর্ট চালানো যায় কি না, শুধু এ বিষয়ে সিদ্ধান্তের জন্যই ভার্চুয়াল পদ্ধতিতে ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল।